মে’তে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
গত আট বছরের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গত মে মাসে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, মার্চ মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬.২৯%। এ হিসাবে এক মাসেই ১১৩ বেসিস পয়েন্ট বেড়েছে মূল্যস্ফীতি।
গতকাল প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, মূলত খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সার্বিক মূল্যস্ফীতিও বেড়েছে।
মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছিল ৬.২৪%। এক মাসের ব্যবধানে ২.০৬ শতাংশীয় পয়েন্ট বেড়ে খাদ্য মূল্যস্ফীতি দাড়িয়েছে ৮.৩০ শতাংশে।
গত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি হয়েছে ৭.৪২%।
এর আগে ২০১৪ সালের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৭.৪৮%। ওই বছর বন্যার কারণে উৎপাদন ব্যহত হওয়ায় খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছিল ৯.০৯%।
এর পরে গত আট বছরে দেশে এত বেশি মূল্যস্ফীতি দেখা যায়নি দেশে।