অবরুদ্ধ ইতালি, পুরো দেশে কোয়ারেন্টাইন চালু
ইতালিজুড়ে করোনা ভাইরাসের বিস্তারের গতি না কমায় দেশটির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে এবার সমগ্র দেশজুড়ে সংক্রমণ প্রতিরোধে নেওয়া কোয়ারেন্টাইন প্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছেন।
এখন পর্যন্ত ইতালিতে চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মাঝে কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়েছে। এই অবস্থায় প্রেক্ষিতেই সোমবার ইতালিয় প্রধানমন্ত্রী দেশজুড়ে ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর 'বিচ্ছিন্নতা' কার্যক্রমের ঘোষণা দিলেন। খবর সিএনবিসির।
এ দ্বারা দেশটির ৬ কোটি জনসংখ্যার প্রায় সকল মানুষকে বিশেষ প্রয়োজন এবং জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। বাতিল করা হয়েছে সকল প্রকার ক্রীড়া প্রতিযোগিতা এবং জনসমাগমের স্থান।
এর মাঝে রয়েছে দেশটির জনপ্রিয় ফুটবল লীগ 'সিরি আ', জরুরি নির্দেশে বন্ধ করা হয়েছে সকল বিশ্ববিদ্যালয় এবং স্কুল। শিক্ষার্থীদের ঘরে বসে অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।
জিসেপে কন্তে বলেন, 'এখন ঘরের ভেতর থাকাটাই আমাদের জন্য সবচেয়ে সঠিক কাজ। নিজেদের এবং ইতালির ভবিষ্যৎ এখন আমাদের হাতে। আজ থেকে এই হাতগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।'
দেশটির আনুষ্ঠানিক অন্যান্য সূত্র জানায়, গত রোববারের তুলনায় সোমবার নাগাদ ভাইরাস সংক্রমণ ২৪ শতাংশ বাড়ে, যা ছড়িয়ে পড়ে ইতালির ২০টির বেশি প্রদেশে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রধানমন্ত্রী কন্তে দেশব্যাপী কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন।