আট ঘণ্টা বক্তৃতা দেওয়ার রেকর্ড করলেন আমেরিকার কংগ্রেসম্যান
সরকারি দল ডেমোক্রেটদের আনীত একটি বিলে ভোটাভুটি পেছাতে মার্কিন কংগ্রেসে টানা ৮ ঘণ্টা ৩২ মিনিট বক্তৃতা দিয়েছেন প্রতিনিধি পরিষদে বিরোধী দলীয় নেতা কেভিন ম্যাককার্থি। তিনি ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। ডেমোক্রেটদের আনীত 'সোশ্যাল পলিসি' বিলের বিরুদ্ধে এই ম্যারাথন ভাষণ দেন তিনি।
২০১৮ সালে প্রতিনিধি পরিষদে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়ায় আধুনিক সময়ের রেকর্ড গড়েছিলেন ডেমোক্রেট দলের ন্যান্সি পেলোসি। কিন্তু, টানা বক্তৃতার দৈর্ঘ্যে তাকেও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন রিপাবলিকান ম্যাককার্থি।
সুদীর্ঘ এই বক্তব্যের শেষদিকে তিনি বলেন, 'আমি এতক্ষণ ধরে (বক্তৃতা) চালিয়ে যেতে পারব, তা ভাবতে পারিনি। এসময় তার পেছনে বসে থাকা অনেককেই কংগ্রেস সদস্যকেই ঢুলু ঢুলু চোখে বসে থাকতে দেখা গেছে।
'ম্যাডাম স্পিকার, আমি আবার ফিরে আসব' উক্তির মাধ্যমে আজ শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় তিনি এ বক্তৃতা শেষ করেন।
ম্যাককার্থি কংগ্রেসে রিপাবলিকান দলের প্রধান। তিনি বাইডেন প্রশাসনের এক লাখ ৮৫ হাজার কোটি ডলারের সোশ্যাল পলিসি ও ক্লাইমেট চেঞ্জ বিলের তীব্র বিরোধিতা করছেন।
সামাজিক নীতির বিলটি নিয়ে ২০ মিনিট বিতর্ক হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু, রাত ৮টা ৩৮ মিনিট থেকে শুরু করে টানা ভাষণ চালিয়ে যান ম্যাককার্থি। বিলের বিরোধিতায় তিনি দলীয় দৃষ্টিভঙ্গি ও যুক্তিতর্কই বেশি উপস্থাপন করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "অনেক সময় নিয়ে কথা বলায়, আমি জানি অনেকেই আমার উপর রাগ করছেন। কিন্তু, আমরা যথেষ্ট সহ্য করেছি, আমেরিকাও যথেষ্ট সহ্য করেছে।"
ম্যাককার্থির থামার কোনো লক্ষণ নেই দেখে ডেমোক্রেট নেতারা নিজেদের আইনপ্রণেতাদের মধ্যরাতের পরপরই বাড়ি যেতে বলেন। কিন্তু, সকাল আটটায় ফিরে এসে বিতর্কের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যয়বহুল বিলটিতে ভোটদানের নির্দেশও দেন।
প্রসঙ্গত, মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যেমন সুকৌশলে প্রতিপক্ষের আনীত বিলে ভোটাভুটি পিছিয়ে দেওয়ার ফিলিবাস্টার নামক পদ্ধতি রয়েছে, কংগ্রেসে তেমন কিছু নেই। কিন্তু, কংগ্রেসের স্পিকার, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু আইনপ্রণেতাদের নেতা 'ম্যাজিক মিনিট' প্রথার মাধ্যমে যতক্ষণ চাই ভাষণ দিতে পারেন। ম্যাককার্থি সেই সুযোগটাই কাজে লাগান।
এর আগে সংখ্যালঘু নেতা থাকাকালে ন্যান্সি পেলোসিও মাঝেমধ্যে এ কৌশল ব্যবহার করেছেন। ২০১৮ সালে তিনি অবৈধ অভিবাসীদের নিয়ে ৮ ঘন্টা ৭ মিনিট বক্তব্য দেন। ১৯০৯ সালের পর যা ছিল দীর্ঘতম ভাষণের রেকর্ড।
- সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস