১৫ রাউন্ড ভোটের পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাকার্থি
১৫ রাউন্ড ভোটের পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। খবর সিএনএন এর।
শেষ রাউন্ডে ম্যাকার্থি পান ২১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট। এই রাউন্ডে ছয় জন প্রতিনিধি 'উপস্থিত' ভোট দিয়েছেন।
গেল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রধান বিরোধীদল রিপাবলিকান। এই জয়ের পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল, নতুন বছরে এক নতুন কংগ্রেসের সূচনা করবে রিপাবলিকান পার্টি। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ম্যাকার্থির বারবার ব্যর্থতা সেই আশা ম্লান করে দেয়।
১৬৪ বছরে দীর্ঘতম স্পিকার নির্বাচন দেখলো মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অচলাবস্থা তৈরি হয়। টানা চতুর্থ দিন ১৪তম বারের ভোটাভুটিতেও স্পিকার নির্বাচন করতে ব্যর্থ হন আইনপ্রণেতারা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর জিওপি কনফারেন্সের সকলেই দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান ম্যাকার্থিকে।
ম্যাকার্থি ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্ব করছেন। এর আগে হাউস মাইনরিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।