আফগানিস্তানে ৩ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা দেবে চীন
খাদ্য সরবরাহ ও করোনাভাইরাস প্রতিরোধী টিকাসহ আফগানিস্তানে ২০ কোটি ইউয়ান বা তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।
তালেবানের নতুন সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে বেইজিং, গণচীন কর্তৃপক্ষের এমন পূর্ব অঙ্গীকারের পর এ সহায়তা দানের কথা জানানো হলো।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বুধকাল (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের প্রতিবেশী দেশ- ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা ঘোষণা দেন।
বৈঠকে অংশ নেওয়া অন্য দেশগুলোর প্রতিও তিনি আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহবান জানিয়ে বলেছেন, চীন সরকার দেশটিকে ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দেবে।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দরকারি পদক্ষেপ বলেও জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
চীনা কর্মকর্তারা অনেক আগে থেকেই আফগানিস্তানে মার্কিন সম্পৃক্ততা নিয়ে সমালোচনা করে আসছেন। তাদের মতে, মার্কিন বাহিনী দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নিন্দা জানানো হয় মার্কিন সেনা প্রত্যাহারের প্রকৃতি নিয়েও।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সম্প্রতি বলেছেন, 'সামরিক আগ্রাসনের প্রথম দিন থেকে আফগান জনগণের দুর্দশার কারণ হয়েছে যুক্তরাষ্ট্র, সেনা প্রত্যাহার কার্যক্রমের শেষ মুহূর্তেও তারা সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করেছে।
"নিজেদের মতাদর্শ ও মূল্যবোধ গায়ের জোরে ইচ্ছেমতো সামরিক আগ্রাসনের মাধ্যমে আরেকটি দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রকৃষ্ট উদাহরণ ছিল আফগানিস্তানে মার্কিন আগ্রাসন," যোগ করেন তিনি।
তালেবান কর্মকর্তারাও চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বলে উল্লেখ করে যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে চীনা বিনিয়োগ ও কুটনৈতিক সমর্থন লাভের আশাবাদ ব্যক্ত করেছেন।
আর কাবুলের নতুন ক্ষমতাসীনদের সঙ্গে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠায় বেইজিং-ও উদ্যমী হয়েছে।
সূত্র: বিবিসি