আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেঞ্জি স্কট
বিশ্বের সেরা ধনী জেফ বেজোসের সাবেক স্ত্রী বিলিয়নিয়ার সমাজসেবক ম্যাকেঞ্জি স্কট বিভিন্ন দাতব্য সংস্থায় আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। আজ মঙ্গলবার (১৫ জুন) এক ব্লগ পোস্টে একথা জানান তিনি। এরফলে ২০২০ সালের জুলাই থেকে তিনি যে বড় অংকের অনুদান দেওয়ার পদক্ষেপ শুরু করেছিলেন- তা ৮৫০ কোটি ডলারে উন্নীত হলো।
সত্যিকার অর্থেই গেল বছর অত্যন্ত কম সময়ের ব্যবধানে বিপুল অংকের দান করে বিশ্বের অন্যান্য দানকারীদের বিস্মিত করেন ৫১ বছরের ম্যাকেঞ্জি। সর্বশেষ তিনি ২৮৬টি সংস্থায় দান করলেন। অনুদান পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে অ্যালভিন এইলি আমেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণ বৈষম্য নিরসনে কাজ করা বেশ কিছু তহবিল আছে। দান পেয়েছে সাংবাদিকতার উন্নয়নে জড়িত সংস্থাও।
জেফ বেজোসকে তালাক দিয়ে সিয়াটলবাসী বিজ্ঞান শিক্ষক ড্যান জুয়েটের সঙ্গে ঘর বাঁধার পর এই প্রথম তিনি নিজ অনুদানের ঘোষণা দিলেন।
৬০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ম্যাকেঞ্জি তার পোস্টে লিখেছেন, "বর্তমান বিশ্ব যেসব অসম ব্যবস্থায় চলছে তা পরিবর্তনে আমি ও ড্যানসহ একদল গবেষক, ব্যবস্থাপক ও পরামর্শক এই বিপুল অনুদানের সিদ্ধান্ত নিয়েছি।"
সেখানে তিনি আরও বলেন, "মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদ সীমিত না থাকলে বিশ্ব আরও সুন্দর হতো- আমরা এই বিশ্বাসকে নতচিত্তে স্বীকার করি। ধনীদের চাইতে সাধারণ মানুষের উদ্ভাবিত সমাধান ও তার প্রয়োগই পারে তেমন বিশ্ব গড়তে।"
জেফ বেজোসকে তালাক দিয়ে অ্যামাজন ইঙ্কের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান ম্যাকেঞ্জি। কিন্তু, এই বিপুল ঐশ্বর্য তিনি বিলিয়ে দিতেই উদ্যমী হয়েছেন। ইতোমধ্যেই বিশ্বের ঘন ঘন দানকারীদের একজনে পরিণত হয়েছেন তিনি।
জীবিত ধনীদের মধ্যে সবচেয়ে বেশি দান করে গেল বছরও তিনি বার্ষিক দানে রেকর্ড সৃষ্টি করেন। অন্যান্য দানবীর ও অনুদান বিশেষজ্ঞরাও ম্যাকেঞ্জির দানের ভূয়সী প্রশংসা করেছেন। কারণ, তিনি শুধু দ্রুত দানই করেননি বরং এমন অনেক সংস্থায় দান করেছেন যারা সমাজকল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখছে। সচরাচর বড় দাতারা এসব সংগঠনে তেমন একটা দান করতেন না। তবে ম্যাকেঞ্জি কোনোপ্রকার শর্ত ছাড়াই যেভাবে দান করেছেন সেটাই তাকে প্রশংসনীয় করে তুলেছে।
নিঃশর্ত দানের গুরুত্ব তুলে ধরে ম্যাকেঞ্জি বলেন, "যারা সামনে থেকে কোনো আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় লড়ছেন, আমরা বিশ্বাস করি ফলপ্রসূ সমাধানের রাস্তা তারাই ভালো জানেন। তাই তারা যেভাবে যেখানে ভালো মনে করেন, সেই খাতে অর্থ ব্যয়ের জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি।"
ম্যাকেঞ্জি আরও জানান, অনেক সংস্থা শর্তহীন দান পেয়ে অনেক বেশি উপকৃত হওয়ার কথা জানিয়ে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
- সূত্র: ব্লুমবার্গ