আড়ি পাতা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের ৪০ সাংবাদিকের ফোনে, বাদ পড়েননি মন্ত্রী-আমলারাও
ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে তোলপাড় চলছে সারা বিশ্বে। সে আঁচ লেগেছে ভারতেও।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতে তিন শতাধিক ফোনে মোদি সরকার এই স্পাইওয়্যার ব্যবহার করে আড়ি পেতেছিল। 'পেগাসাস প্রজেক্ট' নামে একটি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তায় ভারতসহ ১৬টি দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মিলে এই তদন্ত করেছেন।
তদন্তে উঠে এসেছে, স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছিল দিল্লি ও বিভিন্ন রাজ্যে কর্মরত প্রথম সারির সাংবাদিক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকেও। এছাড়া দুইজন মন্ত্রী, তিনজন আমলার ফোনেও আড়ি পাতার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে।
এ তালিকায় আছেন সাংবাদিক সুশান্ত সিং; হিন্দুস্তান টাইমসের নির্বাহী সসম্পাদক শিশির গুপ্ত, পত্রিকাটির সম্পাদকীয় পাতার সম্পাদক প্রশান্ত ঝা এবং প্রতিরক্ষা প্রতিবেদক রাহুল সিং।
ভারতের অনলাইন সংবাদমাধ্যম 'ওয়্যার'-এর সহ-প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ ভারদারাজনের ফোনেও ঢুকে পড়েছিল পেগাসাস। এ তথ্য জানার পর সিদ্ধার্থ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার মনে পড়ে যায়, মোদি সরকারের এক মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল তার। সে সময় ওই মন্ত্রী সরকারের নজরদারি সম্পর্কে অস্বাভাবিক উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রথমে যে জায়গায় দেখা করার কথা ছিল, ওই মন্ত্রী একেবারে শেষ মুহূর্তে সেই স্থান পরিবর্তন করে ফেলেন। তারপর তিনি নিজের ফোন বন্ধ করে ফেলেন, তার আগে ভারদারাজনকেও একই কাজ করতে বলেন।
এর আগে ২০১৯ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব জানিয়েছিল, প্রিয়ঙ্কা গান্ধী, প্রফুল্ল প্যাটেলের মতো রাজনীতিবিদসহ প্রায় দুই ডজন সাংবাদিক, সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছে। সে সময় সংসদে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেনি, আবার মেনেও নেয়নি। রাজ্যসভায় তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, আড়ি পাতার কোনো বেআইনি নির্দেশ দেওয়া হয়নি।
অন্যান্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিতিকা চোপড়া (শিক্ষা ও নির্বাচন কমিশন নিয়ে লেখেন) ও মোজাম্মেল জলিল (কাশ্মীর নিয়ে লেখেন), ইন্ডা টুডের সন্দীপ উন্নিথান (প্রতিরক্ষা ও ভারতের সেনাবাহিনী নিয়ে প্রতিবেদন করেন), টিভি১৮-এর মনোজ গুপ্ত এবং দ্য হিন্দুর বিজয়তা সিং।
সূত্র: আনন্দবাজার ও ওয়াশিংটন পোস্ট