বিশ্বজুড়ে আক্রান্ত ৪০ লাখ ছাড়াল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/05/09/milans_mayor_has_threatened_to_close_the_popular_navigli_district_as_crowds_gathe.jpg)
ইউরোপ মহাদেশে মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাজ্য, তবে দেশটি আর ইউরোপীয় ইয়নিয়নভুক্ত নয়। এর ফলে ইইউভুক্ত প্রথম দেশ হিসাবে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে ইতালিতে।
গতকাল শুক্রবার নাগাদ দেশটিতে নতুন করে আরও ২৪৩টি প্রাণহানি ঘটে। এটা অবশ্য আগের দিনে হওয়া ২৭৪টি প্রাণহানির চাইতে কম। এর মধ্য দিয়েই দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৩০ হাজার ২০১ জনে উন্নীত হয়।
ইতালির জন্য আশার কথা হচ্ছে, দৈনিক সংক্রমিতের সংখ্যা শুক্রবার নাগাদ কমে এসে দাঁড়ায় এক হাজার ৩২৭ জনে। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন।
ইইউয়ের বাইরে যুক্তরাজ্যে গত বুধবারেই মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ায়। এছাড়া ইউরোপ মহাদেশের তৃতীয় সবচেয়ে প্রভাবিত স্পেনে মারা গেছেন ২৬ হাজার জন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্য প্রাণহানির দিক থেকে সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে আজ শনিবার নাগাদ দেশটিতে মোট ৭৭ হাজার ১৮০ জনের মৃত্যু সম্পর্কে জানা গেছে। আর মোট আক্রান্ত ১২ লাখ ৮৩ হাজার ৯২৯ জন।
এছাড়া ইউরোপের করোনার নতুন সংক্রমণ বাড়ছে রাশিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ১৭শ' ২৩ জন। এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ সুস্থ হলেও দেশটিতে নতুন করে সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে।
সবমিলিয়ে বিশ্বব্যাপী মোট আক্রান্ত এখন ৪০ লাখ ১৪ হাজার ৩২০ জন বলে জানায় ওয়ার্ল্ডোমিটার ডটকম সূত্র। তাদের তথ্যানুসারে, মোট প্রাণহানি দুই লাখ ৭৬ হাজার ২৩৭টি, আর সেরে উঠেছেন ১৩ লাখ ৮৫ হাজার ৫৮১ জন রোগী।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র বৈশ্বিক আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৩৯ হাজার ১১৯জন বলে জানায়। মৃতের সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৯১৭ জন। আর বিশ্বজুড়ে আরোগ্য লাভ করেছেন মোট ১৩ লাখ ২২ হাজার ২৮৯ জন।