ইতিহাস গড়ল ভারতীয় জাহাজ, নাবিক থেকে ক্রু সবাই নারী
স্থলের মত জলের রাজ্যও পুরুষতান্ত্রিকতার খোলসে মোড়ানো। প্রথমবারের মত নৌ খাতের এই পুরুষ-অধ্যুষিত ছাঁচ থেকে বেরিয়ে, নারীদের অর্জনকে সম্মান জানাতে ইতিহাস রচনা করল তাই ভারতীয় এক জাহাজ। নাবিক থেকে ক্রু, এ জাহাজের সবাই নারী।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মণ্ডভিয়া রবিবার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এসসিআই) নৌযান এমটি স্বর্ণ কৃষ্ণ'র এ যাত্রা উদ্বোধন করেন। খবরটি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, গত ৬ই মার্চ ভার্চুয়ালি জাহাজটির উদ্বোধন করেছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় ।
উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সেক্রেটারি শিপিং সঞ্জীব রঞ্জন, চেয়ারম্যান জেএনপিটি সঞ্জয় শেঠি, মুম্বাই বন্দর ট্রাস্টের চেয়ারম্যান রাজীব জলোটা এবং ডিজি শিপিং অমিতাভ কুমার।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের শিপিং কর্পোরেশনের হীরকজয়ন্তী উপলক্ষে এবং আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এমটি স্বর্ণ কৃষ্ণ জাহাজের সকল নারী অফিসারদের সম্মানার্থে বিশেষ পদক্ষেপটি নেয়া হয়েছে।
বিবৃতিতে মণ্ডভিয়া নৌবাহিনীর নারী কর্মকর্তাদের অবদান ও ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় কাজ করা এসব নারীরা ভারতের প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনেন।
এসসিআই'র সিএমডি এইচকে জোশী বলেন, সমুদ্র অভিযানে নারীরা যে সাহস, পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেন, সেটির সম্মানার্থেই এসসিআই'র অবিচ্ছিন্ন ও নিরলস প্রচেষ্টার একটি অংশ এ উদ্যোগ।
'দূরবর্তী সমুদ্রযাত্রায় পুরুষদের একচ্ছত্র আধিপত্যকে অস্বীকার করে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির আদর্শ ধারণকারী একটি প্রতিষ্ঠান হিসেবেই এসসিআই এ উদ্যোগ গ্রহণ করল', বলা হয় বিবৃতিতে।
এছাড়া নারী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এসসিআই সব সময় যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদের জন্য বয়সসীমা শিথিল, বেতনে ছাড় প্রদানের মত পদক্ষেপ গ্রহণ করেছে সেসবও বিবৃতিতে উল্লেখ করা হয়।