ইমেইলের খোঁজে তালেবান, আফগান সরকারের অ্যাকাউন্ট বন্ধ করেছে গুগল
সাময়িকভাবে আফগান সরকারের অনির্দিষ্ট সংখ্যক ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করেছে গুগল।
এদিকে, তালেবানরা সাবেক আফগান কর্মকর্তাদের ইমেইলের তথ্য পাওয়ার চেষ্টা করছে বলে রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র।
মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পর তালেবানরা সাবেক কর্মকর্তাদের অবস্থান খুঁজে পেতে বায়োমেট্রিক ও বেতনের তথ্যসমূহ ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আলফাবেট ইনকরপোরেট এক বিবৃতিতে জানায়, তারা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফলে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখতে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আফগান সরকারের একজন কর্মকর্তা জানান, তালেবানরা সরকারের সাবেক কর্মকর্তাদের ইমেইল হাতানোর চেষ্টা করছে।
তিনি যে মন্ত্রণালয়ে কাজ করতেন, গত মাসের শেষে সেখানকার সার্ভারের ডেটা সংরক্ষণের নির্দেশও দিয়েছিলেন তালেবান সদস্যরা।
"আমি তথ্যগুলো সংগ্রহ করলে তারা পূর্বে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অফিসিয়াল যোগাযোগ ও অন্যান্য তথ্য দখলের সুযোগ পেত," বলেন তিনি।
তবে, তিনি তালেবানদের নির্দেশনা না মেনে আত্মগোপনে চলে যান বলে জানান। নিরাপত্তার স্বার্থে রয়টার্স তার পরিচয় গোপন রাখে।
মেইল এক্সচেঞ্জার রেকর্ড অনুসারে, আফগান সরকারের প্রায় ২৪টি সংস্থা গুগলের মাধ্যমে অফিশিয়াল ইমেইল ব্যবহার করেছে। এর মধ্যে অর্থ, শিল্প, উচ্চ শিক্ষা এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে।
এছাড়া এই তালিকায় আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রটোকল অফিসও আছে।
ইমেইল ও অন্যান্য তথ্য তালেবানের হাতে গেলে সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সরকারের সঙ্গে চুক্তিকারী, মিত্র গোষ্ঠী ও বিদেশি সহযোগীদের সম্পর্কে জানতে পারবে তালেবান। ফলে, মারাত্মক নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ইন্টারনেট নিরাপত্তা সংশ্লিষ্টরা।
ইন্টারনেটভিত্তিক গোয়েন্দা সংস্থা ডোমেইন-টুলসের নিরাপত্তা গবেষক চ্যাড অ্যান্ডারসন বলেন, "এখান থেকে বহুমূল্য তথ্য পাওয়া সম্ভব।"
- সূত্র: রয়টার্স