এবার ভারতে উঠছে ট্রাম্পের আরেক দেয়াল
চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই ভারত সফরকে কেন্দ্র করে গুজরাটের আহমেদাবাদে নির্মাণ করা হচ্ছে একটি দেয়াল। শহরের বস্তিগুলোর দিকে যেন ট্রাম্পের নজর না পড়ে সেজন্য এই দেয়াল তুলে দেওয়া হচ্ছে।
শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তিনি নয়াদিল্লি এবং আহমেদাবাদ দুই শহরেই যাবেন। আহমেদাবাদ এসে ট্রাম্প যেন শুধু উন্নয়নই দেখেন তারই উদ্যোগ নেয়া হয়েছে এক বস্তির সামনে দেয়াল নির্মাণের মাধ্যমে।
পৃথিবীজুড়ে এখন উত্থান ঘটছে কট্টরপন্থী শক্তি ও জাতি বিদ্বেষের। জাতিগত নিপীড়নের পাশাপাশি ক্ষমতাহীন জনগোষ্ঠীকে ঠেলে দেয়া হচ্ছে দারিদ্র্যের অন্ধ প্রকোষ্ঠে। এসব দারিদ্র্যের অস্তিত্ব স্বীকার না করেই উন্নয়নের আষাঢ়ে গল্পে ভাসছে সারা দুনিয়ার গণমাধ্যম।
দারিদ্র্যের বাস্তবতা পরিবর্তনে সক্রিয় অবস্থান না থাকলেও বর্ণবাদী রাষ্ট্রব্যবস্থা লুকিয়ে রাখতে চায় বঞ্চিত মানুষের চিত্র। এমনই এক উদ্যোগের মেলবন্ধন নির্মাণের কাজ চলছে এখন ভারতের আহমেদাবাদ নগরে।
অবশ্য এটা প্রকৃত উদ্দেশ্য নয় বলে দাবি করেছেন এক শীর্ষ সরকারি কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, (ট্রাম্পের) নিরাপত্তার কথা চিন্তা করেই দেয়ালটি নির্মাণের কাজ চলছে, বস্তি ঢেকে রাখাটা এখানে মূল উদ্দেশ্য নয়।
তবে দাবিটি খণ্ডন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার। ওই ব্যক্তি বলেন, আমাকে খুব দ্রুততম সময়ের মাঝে দেয়াল তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে। প্রায় দেড়শ’ জন মিস্ত্রী এই লক্ষ্যে দিনরাত কাজ করছে। ট্রাম্প যখন আহমেদাবাদ বিমানবন্দর থেকে এই পথ ধরে যাবেন তখন তার দৃষ্টি থেকে বস্তিটি লুকিয়ে রাখার জন্যেই সরকারের এমন উদ্যোগ।
তিনি আরও জানান, মূল উদ্দেশ্য যাই হোক সরকার একে “সৌন্দর্য বর্ধন এবং পরিচ্ছন্নতা’ অভিযানের অংশ বলে দাবি করছে।
চারশ মিটার লম্বা নতুন দেয়ালটি ৭ ফুট উচ্চতার। এর মাধ্যমে মূল সড়ক থেকে দৃষ্টি সীমার বাইরে থাকবে বস্তিতে বসবাসকারী অতি-দরিদ্র ৮০০ পরিবার।
ট্রাম্পের জন্য এমন উদ্যোগ সত্যিকার অর্থেই যথার্থ। বর্ণবাদি অভিবাসন নীতির জন্য সমালোচিত ট্রাম্প। তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পুরো মেয়াদ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আগমন বন্ধে দেয়াল নির্মাণের বিষয়টি। মধ্য আমেরিকার সহিংসতা পীড়িত জনগোষ্ঠীর অনুপ্রবেশ বন্ধেই দেয়ালটি তৈরি করছে ট্রাম্প প্রশাসন।