করোনাভাইরাসের ভ্যাকসিন টেস্ট, বর্ণবাদের বিতর্ক
করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম টেস্ট আফ্রিকার মানুষদের ওপর করার দাবি তুলে বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের দুই চিকিৎসক। তাদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে।
বুধবার ফরাসি টিভি চ্যানেল 'এলসিআই'-এ করোনাভাইরাস সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেছিলেন। বিসিজি টিউবারকিউলোসিস (টিবি) ভ্যাকসিনের মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া যায় কি না, সেই সম্ভাবনা ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত সম্পর্কে হয়েছিল সেই আলোচনা। খবর আল জাজিরার।
অনুষ্ঠানে প্যারিসের কোচিন হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান জ্যঁ-পল মিরা বলেন, 'ব্যাপারটি উত্তেজক হতে পারে। আমাদের এই পরীক্ষাটি বরং আফ্রিকায় করা উচিত; কেননা, সেখানে কোনো মাস্ক নেই, চিকিৎসা নেই, ইনটেনসিভ কেয়ার নেউ। তাই অতীতে এইডস নিয়ে যেভাবে আফ্রিকান দেহপসারিণীদের ওপর প্রয়োগ করে চিকিৎসার গবেষণা করা হয়েছিল, এবারও কি তেমনটাই করা উচিত নয়? কারণ, আমরা জানি, আফ্রিকানরা একেবারেই অরক্ষিত এবং নিজেদের রক্ষা করতে অক্ষম।'
ফ্রান্সের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক কামিলা লোশও মিরার সঙ্গে একমত প্রকাশ করে বলেন, 'এই একই মনোভাবের সমান্তরালে আমরা আফ্রিকায় একটি গবেষণা পরিচালনা করার চিন্তা-ভাবনা করছি।'
ফ্রান্সের এই দুজন শীর্ষ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তার এমন মন্তব্যে খেপেছে গোটা দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে একের পর এক আনা হচ্ছে বর্ণবাদের অভিযোগ।
আফ্রিকান দেশ আইভোরি কোস্টের সাবেক তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা এক টুইট বার্তায় লিখেছেন, 'আমি স্পষ্টভাবে এ ধরনের হীন, মিথ্যে ও পুরোদস্তুর বর্ণবাদী কথাবার্তার নিন্দা জানাচ্ছি।'
অন্যদিকে ফ্রান্সের সোসালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফরে এ ধরনের প্রস্তাবকে স্পষ্টতই বর্ণবাদী হিসেবে সমালোচনা করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে টুইটারে তিনি লিখেছেন, 'আফ্রিকা ইউরোপের পরীক্ষাগার নয়। আফ্রিকানরা ইঁদুর নন!'