করোনায় বাতিল লন্ডন, প্যারিস, জার্মান ও ইতালি বইমেলা
করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী। জনজীবন স্থবির হয়ে গেছে অনেক জায়গায়। অনেক আয়োজন হয়ে গেছে স্থগিত। দিন তিনেক আগেই ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। এবার ইংল্যান্ডের লন্ডন বইমেলাও বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হলো।
আগামী ১০ থেকে ১২ মার্চ আয়োজিত হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা। পশ্চিম লন্ডনে অন্তত ২৫ হাজার মানুষের সমবেত হওয়ার কথা ছিল মেলা উপলক্ষে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে এত মানুষের সমাগম গণস্বাস্থ্যের জন্য নিরাপদ মনে করেননি আয়োজকরা।
এই সিদ্ধান্তে বইপ্রেমী অনেকের মন খারাপ হলেও সুরক্ষার প্রশ্নে স্বাগত জানিয়েছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
এদিকে আজ বৃহস্পতিবার থেকে জাদুঘর আবার খোলা রাখার কথা জানিয়েছেন লুভর কর্তৃপক্ষ। ফরাসি সরকার জানিয়েছে, করোনার কারণে লুভর বন্ধ রাখার মতো অত উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি দেশটিতে।
অথচ এ মাসের শেষদিকে ফ্রান্সের প্যারিস বইমেলাও করোনার কারণেই স্থগিত হয়ে গেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫ হাজারের বেশি মানুষের সমাগম না করার নির্দেশনা পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মেলার আয়োজকেরা।
এছাড়া লাখো দর্শনার্থীর ভীড়ের জন্য সুখ্যাত জার্মানির লিপজিগ বইমেলায়ও স্থগিত করা হয়েছে। অন্যদিকে, মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইতালির বলোগ্না চিনড্রেন'স বুক ফেয়ার।