করোনায় ৮০ বা তার বেশি বয়সীদের চিকিৎসা দিতে চায় না ইতালি
প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় ইতালি বিপর্যস্ত। প্রতিনিয়ত বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে খেতে হচ্ছে হিমশিম। হাসপাতালের বিছানা সঙ্কটও তীব্র হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে যাদের বয়স ৮০ বা তার বেশি কিংবা যাদের শারীরিক অবস্থা খুবই খারাপ- তাদের ইনটেনসিভ কেয়ারের সুবিধা দিয়ে অস্বীকৃতি জানাতে যাচ্ছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। তুরিনে এ রকম প্রস্তাবনা তৈরি করেছে একটি সঙ্কট ব্যাবস্থাপনা ইউনিট।
ডাক্তারদের আশঙ্কা, ইনটেনসিভ কেয়ারে জায়গা না পাওয়ার কারণে কিছু রোগীর হয়তো ধুঁকে ধুঁকে মরা ছাড়া উপায় থাকবে না। খবর টেলিগ্রাফের।
প্রস্তাবনাটিতে বলা হয়েছে, এই বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার ফলে চিকিৎসাকেন্দ্রগুলোর সক্ষমতা এবং রোগীর চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিটি রোগীকে ইনটেনসিভ কেয়ার সার্ভিস দেওয়া অসম্ভব।
প্রস্তাবনার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় এক জনপ্রতিনিধি বলেছেন, এ রকম বাস্তবতার মুখোমুখি হতে আমরা কোনোদিনই চাইনি। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করছে।
জানা গেছে, প্রস্তাবনাটি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। টেকনিক্যাল-সায়েন্টিফিক কমিটির অনুমোদন পেলেই কার্যকর করার জন্য হাসপাতালগুলোতে পাঠানো হবে।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই দুই সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় পঁচিশ হাজার। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অন্যদিকে, দেশটিতে ইনটেনসিভ কেয়ার বেড রয়েছে ৫ হাজার ৯০টি।