করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কবে করোনাভাইরাস টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে ভারতে দ্বিতীয় পর্বের টিকাপ্রদান কর্মসূচীর প্রথম দিনেই করোনার প্রতিষেধক নিলেন মোদী। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা 'কোভ্যাক্সিন'-এর প্রথম ডোজ নিয়েছেন তিনি। টিকা নেওয়ার ছবিও প্রধানমন্ত্রী পোস্ট করেছেন টুইটারে।
সোমবার স্থানীয় সময় সকাল ৬ টা ২৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) টিকা গ্রহণ করেন তিনি।
টিকা নেওয়ার পর টুইটারে মোদী বলেন, "এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যারা টিকা নেওয়ার যোগ্য, তাদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।'
কোভ্যাক্সিন টিকার কার্যকারিতা এবং তথ্য নিয়ে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছিল। পর্যাপ্ত তথ্য ছাড়াই ভারত বায়োটেকের প্রতিষেধককে অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। কোভ্যাক্সিন গ্রহণের মাধ্যমে মোদি তাই স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলের মত।