করোনা ভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে বাঁচলেন চীনা নারী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/02/06/woman-wearing-face-mask_1.jpg)
দুর্যোগও যে কখনো কখনো রক্ষাকবজ হতে পারে, তার একটি উদাহরণ পাওয়া গেল চীনে। প্রাণঘাতী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেলেন জিনগেশন অঞ্চলের এক নারী।
অভিযুক্তের নাম শাও। শুক্রবার রাতে চুরির উদ্দেশ্যে ওই নারীর বাসায় ঢুকেছিলেন ২৫ বছর বয়সী এই যুবক। তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান শাও। কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে বেঁচে যান তিনি। চিৎকার করে বলতে থাকেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এ সময় করতে থাকেন কাশার অভিনয়ও। খবর এনডিটিভির।
ওই নারীর কথা শুনে ও তাকে কাশতে দেখে ভড়কে যান শাও। ৩০৬০ ইউয়ান (প্রায় সাড়ে ৩১ হাজার টাকা) নিয়ে সেই যাত্রায় চম্পট দিলেও শেষ রক্ষা হয়নি তার। আক্রমণকারী পলায়নের পরপরই পুলিশকে খবর দেন ওই সাহসী নারী ।
করোনা ভাইরাসের কারণে চীনের প্রায় সব নাগরিক যেহেতু এখন মাস্ক পরে বাইরে বের হন, তাই অপরাধীকে ধরতে পারা পুলিশের জন্য কঠিন কাজ ছিল।
তবে সেই কঠিন কাজটি তাদের জন্য সহজ করে দিয়েছেন শাওই। বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে এসে নিজেই ধরা দিয়েছেন। স্বীকার করে নিয়েছেন অপরাধ। খবরটি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে জিনগেশন পাবলিক সিকিউরিটি।