করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
করোনাভাইরাসের মোকাবিলায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্তে।
দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা জানিয়েছেন, তিনি কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডেকে পদত্যাগের ইচ্ছার কথা মন্ত্রীদের জানান এবং তারপর প্রেসিডেন্টের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
সিএনএন এর এক খবরে বলা হয়, প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেলে এই পদত্যাগের বিষয়ে দেশটির প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
বিবিসির এক খবরে বলা হয়, কন্তে গত সপ্তাহে পার্লামেন্টে দুটো আস্থাভোটে বেঁচে গেলেও তার ক্ষমতাসীন কোয়ালিশন থেকে সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির ছোট্ট ইতালিয়া ভিভা পার্টি বেরিয়ে যাওয়ায় তিনি সংখ্যাগরিষ্ঠতা হারান।
কন্তে সরকারের করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া এবং অর্থনৈতিক মন্দা নিয়ে বিরোধের কারণে কোয়ালিশনে এই ভাঙন ধরে। রেনজির দলের শূন্যস্থান পূরণ করতে মধ্যপন্থি এবং স্বতন্ত্র সিনেটরদেরকে কোয়ালিশনে আনার চেষ্টায় তেমন সফলতা মেলেনি।
আর সে কারণেই পদত্যাগ করা ছাড়া কন্তের আর কোনও উপায়ও নেই। পদত্যাগ করলে তিনি নতুন করে একটি চুক্তির চেষ্টা করার কিছু সময় পাবেন।