চেন্নাইতে বাংলাদেশ থেকে পাচারকৃত রেমডেসিভির বিক্রি, গ্রেপ্তার ৩
শনিবার রাতে বাংলাদেশ থেকে পাচারকৃত অ্যান্টি ভাইরাল ঔষধ রেমডেসিভির বিক্রির দায়ে ভারত থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রতি শিশি ঔষধ ২৫ হাজার রূপিতে বিক্রি করছিলেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আদিত্যান (২৪) ও রাজ কুমার (২৭) কে কে নগরের বাসিন্দা এবং সাইদ আমজিথ (৩৮) থাউস্যান্ড লাইটস এলাকায় একটি ফার্মেসিতে কাজ করতেন।
কালো বাজারে রেমডেসিভির বিক্রি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পুলিশের একটি বিশেষ দল অনলাইনে ঔষধটি বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে। তারা ঔষধ সরবরাহ করতে আসলে পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে দুটি শিশি জব্দ করে।
তারা ৮০০ রূপির একটি শিশি ২৫ হাজার টাকায় বিক্রি করছিলো। ঔষধের শিশি ছাড়াও তাদের থেকে নগদ ৮৯ হাজার রূপি জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের সময় আটককৃত তিন জনই স্বীকার করেন বাংলাদেশ থেকে একজন এজেন্টের মাধ্যমে তাদের কাছে ঔষধগুলো পৌঁছায়। শিশির প্যাকেটের গায়ে অন্য নাম লেখা দেখা যায়, দাম লেখা রয়েছে ৩,৫০০ টাকা।
ত্রিপুরা হয়ে ঔষধগুলো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এমনটা ধারণা করছে পুলিশ। এই চক্রকে খুঁজে পেতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার বড় পরিসরে অভিযান চালিয়ে পুরো রাজ্যজুড়ে মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ।
- সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া