জাতিসংঘ অধিবেশনে জো বাইডেনের ‘মাইক্রোফোন কনডম’
'কোভিডের যুগে নতুন জিনিস, মাইক্রোফোনের জন্য একটি ছোট্ট কনডম'- মঙ্গলবার সাধারণ অধিবেশন শেষে টুইটারে জো বাইডেনের ছবি শেয়ার করে এমনই মন্তব্য করেন ভয়েজ অব আমেরিকার সাংবাদিক প্যাটসি উইডাকুসোয়ারা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল প্রেসিডেন্ট জো বাইডেনসহ সকল বক্তাকে মাইক্রোফোনের মুখে পরানোর জন্য একটি করে আলাদা আবরণী দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের সম্মেলনে করোনা সংক্রমণ ঠেকাতেই নেওয়া হয়েছে এই সুরক্ষা ব্যবস্থা।
সংক্রমণ রোধে ব্যবহৃত এই আবরণকেই মাইক্রোফোনের কনডম বলেন ওই সাংবাদিক। কনডমের সদৃশ এই আবরণ একইসঙ্গে কনডমের মতোই সংক্রমণ থেকে সুরক্ষা দিবে বলেই এই তুলনা করেন তিনি।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ না করার কথা নিশ্চিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বলসোনারোর পরেই নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন অনুমোদনের আহ্বান জানান বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস নিজেও অ্যাস্ট্রেজেনেকার দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন উল্লেখ করার পর প্রত্যুত্তরে ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো বলেন, "আমি এখনো নেইনি"।
বলসোনারো এর আগে ২০২০ সালের জুলাই মাসে কোভিডে আক্রান্ত হন।
বলসোনারো বলেন, "ইতোমধ্যে আমি কোভিডে আক্রান্ত হয়েছি। ব্রাজিলের শেষ ব্যক্তি ভ্যাকসিন গ্রহণের পর যদি কোনো বাড়তি ডোজ থাকে, তখন আমি ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিব"।
তিনি আরও বলেন, "নেতাকে এমনই উদাহরণ স্থাপন করতে হয়"।
এর আগে, হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, "ইউএন কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী প্রত্যের বক্তার বক্তব্য শেষে পোডিয়াম পরিষ্কার করা হবে। একইসঙ্গে পরিবর্তন করা হবে মাইক্রোফোনের মাথা।"
অধিবেশনে মাস্কবিহীন জাইর বলসোনারোর বক্তব্যের পর বাইডেন আসার আগে একজন পরিচ্ছন্নতা কর্মী এসে মাইক্রোফোনের মাথা পরিবর্তন করেন।
তবে, হোয়াইট হাউজ পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, মাইক পরিবর্তনের কাজটি প্রত্যেক নেতা পোডিয়াম ছেড়ে যাওয়ার পরই করা হয়েছে। অর্থাৎ, বলসোনারোর টিকা না দেওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই।
- সূত্র: ডেইলি মেইল