জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবের স্থানে এলেন ইয়োশিহিদে সুগা
শিনজো আবের পদত্যাগের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা। এ সপ্তাহের শুরুতে ক্ষমতাসীন দলের নেতৃত্ব অর্জনের পর আজ বুধবার প্রত্যক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমে তার এ অবস্থান নিশ্চিত হয়।
শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা। ধারণা করা হচ্ছে আবের নীতি অনুযায়ীই দেশ পরিচালনার কাজ করবেন তিনি।
স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে গত মাসে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে।
বুধবার সকালে সর্বশেষ মন্ত্রিপরিষদ বৈঠকে শিনজো আবে সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ক্ষমতায় থাকাকালে নিজ অর্জনের জন্য তিনি গর্বিত।
এরপর জাপানের নিম্নকক্ষ ডায়েটে নির্বাচনে ৪৬২ ভোটের মধ্যে ৩১৪টি জিতে নিয়ে জয়লাভ করেন ইয়োশিহিদে সুগা। তার রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
সামনে কঠিন চ্যালেঞ্জ
এই সময়ে এসে নেতৃত্ব বদলের বিষয়টা জাপানের জন্য কঠিন। করোনার সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। করোনার কারণে জাপানে অর্থনৈতিক মন্দাও রেকর্ড ছুঁয়েছে। করোনার প্রাদুর্ভাবের আগেও জাপানে অর্থনৈতিক মন্দা ও প্রবৃদ্ধির ধীরগতি ছিল।
সুগা জানান, তিনি আবের অসমাপ্ত নীতি নিয়ে কাজ করবেন এবং তার মূল অগ্রাধিকার হবে করোনাভাইরাস মোকাবিলা এবং এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা ঘুরানো।
কে এই ইয়োশিহিদে সুগা
জাপানের আকিতায় এক স্ট্রবেরি চাষির সন্তান সুগা৷ মধ্যবিত্ত বাড়িতে মানুষ হয়েছেন তিনি৷ সংসারের জন্য টোকিওতে হাইস্কুলে পড়াশোনার পাশাপাশি কাজও করতেন৷ ইচ্ছে করে নাইট কলেজে ভর্তি হয়েছিলেন৷ যাতে সকালে চাকরি করে কিছু টাকা রোজগার করে বাড়িতে পাঠাতে পারেন৷ একেবারে শূন্য থেকেই শুরু তাঁর৷
৭১ বছর বয়সি সুগা শিনজো আবের অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত৷ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য৷ জাপানের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই দক্ষ রাজনীতিবিদ৷ সম্প্রতি চিফ ক্যাবিনেট সেক্রেটারি পদেও ছিলেন তিনি৷
২০১২ সালে আবে প্রধানমন্ত্রী হওয়ার পরে সুগাকে চিফ ক্যাবিনেট সেক্রেটারি নিয়োগ করেন৷ আবের নীতি দুর্দান্ত ভাবে কার্যকর করেন তিনি৷
টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ডিন কোইচি নাকানো বিবিসিকে বলেন, শিনজো আবেকে ছাড়াই আবের প্রশাসন পরিচালনা করতে পারবেন বলেই ইউশিহিদে সুগাকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে। কর্মঠ ও বাস্তববাদী নেতা হিসেবে সুগার উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। এলডিপির মধ্যেও সুগা যথেষ্ট জনপ্রিয়।
সূত্র: বিবিসি