পেনসেলভানিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে
নির্বাচনের পরের দিন বুধবার থেকে হোয়াইট হাউজ জয়ের পথে গুরুত্বপূর্ণ সব রাজ্যে এগিয়ে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। পেনসেলভানিয়া এমনই একটি রাজ্য। এরাজ্যে বরাদ্দ আছে ২০টি ইলেক্টোরাল ভোট। বিজয়ী যার সবগুলোই পাবেন। আর প্রেসিডেন্ট হওয়ার জন্য এখন পেনসেলভানিয়া পেলেই নিশ্চিত হতে পারবেন তিনি।
গণনা বাকি থাকা কিস্টোন স্টেটের ৯৫ শতাংশ ব্যালট হিসাব হয়ে গেছে। ফলে বাইডেন রাজ্যটিতে ট্রাম্পকে পিছিয়ে এগিয়ে গেছেন। ব্যবধান যদিও মাত্র দশমিক ১ শতাংশর। তবে সূক্ষ্ম হলেও এ পার্থক্যে জয় ডেমোক্রেট শিবিরের সব অপেক্ষার অবসান ঘটাতে সক্ষম।
নির্বাচনে কোন রাজ্য কে পাচ্ছেন- তা বিশ্লেষণ করছে বার্তা সংস্থা সিএনএনের একটি বিশেষ প্যানেল। গণমাধ্যমটির বিশেষজ্ঞ ডেভিড চ্যালিয়ান জানান, ''কী পরিমাণ ভোট হিসাবের জন্য আসছে- তা আমাদের জানাই আছে। এখন আমরা পেনসেলভানিয়ায় কতগুলো ভোট গোণা বাকি আছে- সেটা জানার চেষ্টা করছি।''
এর আগে ফিলাডেলফিয়ার শহরের একজন নির্বাচন কর্মকর্তা জানান, আর মাত্র ২৫ হাজার ব্যালট গণনা বাকি আছে। তবে সংখ্যাটি সম্পর্কে আরও নিশ্চিত হতে চায় সিএনএন।
পেনসেলভানিয়ার সিংহভাগ ব্যালট গণনার জন্য আসছে ফিলাডেলফিয়া শহর এবং তার আশেপাশের এলাকা থেকে। এ অঞ্চলে বাইডেনের পক্ষে রয়েছে শক্ত সমর্থন। তাই ধীর গতিতে হলেও রাজ্যটি তার নিয়ন্ত্রণেই থাকবে- এমন আভাস দেন সিএনএন বিশ্লেষজ্ঞ ডেভিড চ্যালিয়ান।
''ফিলাডেলফিয়াতে যা হচ্ছে, সেদিকে নজর দিন। বাইডেন এখানে রাজ্যের সবচেয়ে বড় শহরে জিতে চলেছেন। তিনি এখানকার মোট ভোটের ৮৭ শতাংশ পেয়েছেন। এখনও কিছু ভোট গণনা বাকি আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু, বাইডেন যেভাবে অগ্রসর হচ্ছেন- তাতে তিনি অচিরেই এ রাজ্যে জয়ের মাধ্যমে নিশ্চিতভাবে ট্রাম্পকে হোয়াইট হাউজের দৌড়ে হারিয়ে দেবেন,'' তিনি যোগ করেন।
সিএনএন- এর হিসাবে বাইডেন ও ট্রাম্পের ইলেক্টোরাল ভোটসংখ্যা যথাক্রমে; ২৫৩:২১৩। তবে এটি অনেক সংরক্ষিত হিসাব। ন্যাশনাল প্রেস রেডিও - এনপিআর এবং ব্লুমবার্গের হিসাবে সংখ্যাটি; ২৬৪: ২১৩।
উভয় হিসাবেই পেনসেলভানিয়ায় বাইডেনের জয় ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষাকে সমাহিত করবে। কারণ, তখন বাইডেনের পকেটে ইলেক্টোরয়াল ভোট হবে ২৭০টি'র বেশি। জয়ের জন্য ২৭০টি-ই যথেষ্ট।
চ্যালিয়ান জানান, পেনসেলভানিয়ায় আরও ভোট গণনা চলুক। তারপর আমরা রাজ্যটি কে পাচ্ছেন- সে ব্যাপারে একটি প্রত্যয়ী আভাস দিতে পারব।
- সূত্র: সিএনএন