টেসলা এখন ১ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান
টেসলার বাজারমূল্য সোমবার এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই মাইলফলকে পৌঁছানো প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন টেসলা।
এতদিন এই তালিকায় ছিল অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন এবং গুগলের মালিক অ্যালফাবেট।
বছরের পর বছর ধরে গাড়ির উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করে আসছে টেসলা। তবে, তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হবে বলেও অনুমান করেছিল বেশ কিছু বিনিয়োগকারী।
কিন্তু গত বছর থেকে বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানিটি প্রথমবারের মতো লাভজনক হয়ে ওঠে। ফলে তাদের শেয়ার বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি গাড়ি ভাড়া দেওয়ার ফার্ম হার্টজের কাছে এক লাখ গাড়ি বিক্রির চুক্তি করার পর টেসলার শেয়ার বেড়েছে ১২.৬ শতাংশ।
আগামী ১৪ মাসে মডেল থ্রি-এস এর এক লাখ গাড়ির জন্য টেসলাকে ৪.২ বিলিয়ন ডলার দিবে হার্টজ। চুক্তিটি বৈদ্যুতিক যানবাহনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার। এছাড়া, চার্জিং স্টেশনের একটি নেটওয়ার্কও তৈরি করবে হার্টজ।
টেসলার একটি গাড়ি প্রতিবার চার্জের পর প্রায় ২০০ মাইল পর্যন্ত যেতে পারে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও চার্জিং অবকাঠামোর অভাব রয়েছে।
হার্টজের অন্তর্বর্তী বস মার্ক ফিল্ডস বলেন, "বৈদ্যুতিক গাড়ি এখন একটি মূলধারার যানবাহন। আমরা কেবল এসব গাড়ির প্রতি বিশ্বব্যাপী চাহিদা এবং আগ্রহ বাড়তেই দেখছি।"
টেসলার বাজারমূল্য এখন ভক্সওয়াগন এবং টয়োটার মতো কোম্পানিসহ বিশ্বের নয়টি বৃহত্তম গাড়ি নির্মাতার সম্মিলিত বাজারমূল্যের সমান।
তবুও, টেসলার বার্ষিক উৎপাদনের হার অন্যান্য কোম্পানির চেয়ে বেশ কম। ২০২০ সালে প্রায় ৫ লাখ গাড়ি তৈরি করে টেসলা। এ সংখ্যাটি গাড়ি প্রস্তুতকারক অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় বেশ কম। গত বছর ভক্সওয়াগন ৯.৩ মিলিয়ন, টয়োটা ৭.২ মিলিয়ন এবং রেনল্ট-নিসান-মিতসুবিশি অ্যালায়েন্স ৬.৮ মিলিয়ন গাড়ি তৈরি করে।
তবে, এ অবস্থা পরিবর্তনের জন্য বার্ষিক বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ নির্ধারণ করেছেন ইলন মাস্ক। এছাড়া, বছরে ২০ মিলিয়ন গাড়ি তৈরির আশা করছেন তিনি।
এদিকে, সোমবার টেসলা তাদের অটোপাইলটের সর্বশেষ আপডেটটি প্রত্যাহার করে। ৭ লাখ ৬৫ হাজার মার্কিন যানবাহনে রয়েছে এই সফটওয়্যার। 'সম্পূর্ণ স্বয়ংসম্পন্নভাবে –ড্রাইভিং' এর এই সফটওয়্যারটি নিয়ে অনেক ড্রাইভারই অভিযোগ করেন। এটি পুনরায় কখন প্রকাশ করা হবে তা জানায়নি টেসলা।
আগস্টে অটোপাইলট সিস্টেমে একটি আনুষ্ঠানিক নিরাপত্তা তদন্ত শুরু করে ইউএস ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। ২০১৮ সাল থেকে শুরু করে টেসলা মডেল এবং জরুরি যানবাহন জনিত ১১টি দুর্ঘটনার পর শুরু হয় এই তদন্ত।
- সূত্র: বিবিসি