টয়লেট পেপার লুট করল সশস্ত্র ডাকাতদল
ডাকাতির এই ঘটনা ঘটেছে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের আতঙ্কে অস্থির নগরী হংকংয়ে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হংকংবাসী এখন আগের চাইতেও বেশি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন। সেই সুবাদে টয়লেট পেপারের চাহিদা বাড়ায়, সরবরাহ সংকট দেখা যাচ্ছে অনেক সুপার শপেই। খবর গার্ডিয়ান ও বিবিসির।
নগণ্য থেকে মহার্ঘ্য হয়ে ওঠা পণ্যটির দিকে তাই এবার হামলে পড়েছে ডাকাতের দল। ডাকাতির ধরনটাও ছিল বেশ সুপরিকল্পিত।
সোমবার হংকং শহরের মং কক এলাকায় একটি সুপার মার্কেটের সামনে ডাকাতিটি সংঘটিত হয়। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, সেখানে টয়লেট পেপারের চালান নিয়ে আসা একজন চালককে ছুরি ধরে ডাকাতের দল প্রায় এক হাজার হংকং ডলার (১৩০ মার্কিন ডলার) সমমূল্যের টয়লেট পেপার লুট করে। ডাকাতরা সংখ্যায় ছিল তিন জন।
মং কক এলাকাটি অবশ্য আগে থেকেই ‘ট্রায়াড’ বা কুখ্যাত চীনা সংগঠিত অপরাধীচক্রের ঠিকানা হিসেবে পরিচিত। তাই এর সঙ্গে সংগঠিত অপরাধ চক্রের যোগসূত্র থাকাটাও অস্বাভাবিক নয়।
এদিকে হংকংয়ে এখন মানুষ বিপুল পরিমাণ টয়লেট পেপারের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য পরিস্কারক সামগ্রীও কিনে রাখছেন। মজুদ করছেন চাল, পাস্তা এবং নুডলসের চালান। পণ্য সরবরাহে কোনো ঘাটতি না হওয়ার আশ্বাস কর্তৃপক্ষ দিলেও তা সাধারণ মানুষের অগ্রিম ক্রয় কমাতে ব্যর্থ হচ্ছে।
হংকংবাসী উদ্বেগের কারণ অবশ্য খুব একটা অসঙ্গত নয়। এর আগে ২০০৩ সালে চীনে যখন সার্স ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন সেই সংক্রমণের প্রকৃত চিত্র গোপন রাখে মূল ভূখণ্ডের সরকার। পরবর্তীতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাতে হংকংয়ে মোট ২৯৯ জনের প্রাণহানি ঘটে।