দক্ষিণ আফ্রিকায় অপহরণের ১৩ দিন পর বাংলাদেশি উদ্ধার
দক্ষিণ আফ্রিকায় অপহরণের ১৩ দিন পর বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে।
এর আগে, ২ আগস্ট ব্লুমফন্টেইনের নিজ দোকান থেকে বের হয়ে পাইকারি দোকানে মাল কিনতে যাওয়ার সময় অপহৃত হন সাইফুল।
শনিবার সকালে ব্লুমফন্টেইনের স্প্রিং ফন্টেইনের একটি লোকেশন থেকে তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়েছে ।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহাগ নামে একজন বাংলাদেশি ও দুইজন লেসোথোর নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সোহাগ ব্লুমফন্টেইনে বসবাসকারী বাংলাদেশি নাগরিক সোলায়মানের ভাগ্নে।
আটককৃতরা ব্লুমফন্টেইনের পার্ক পুলিশ স্টেশনে রয়েছেন। সোমবার তাদেরকে আদালতে তোলা হবে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সোহাগ এর আগেও অন্য একটি ফৌজদারি অপরাধের দায়ে আট মাস কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়ে আসেন বলে জানা গেছে।