দিদির ফেরার খবরে উচ্ছ্বাস কালীঘাটে, ঢাকঢোল নিয়ে রাস্তায় মানুষ
গণনা যত এগোচ্ছে, ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে। আর তাতেই যেন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা। ভোটবাক্সে যে ফলাফল ধরা পড়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে তাতে বাঁধ মানছে না উচ্ছ্বাস।
গত এক মাস ধরে ৮ দফায় ভোটগ্রহণ চলেছে রাজ্যে। রবিবার সকাল থেকে তার ফলাফল ঘোষণা শুরু হয়েছে। আর তাতে শুরু থেকেই গেরুয়া শিবিরের থেকে এগিয়ে তৃণমূল।
আনন্দবাজার পত্রিকার সর্বশেষ ট্রিবিউন অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বিজেপি এগিয়ে রয়েছে ৮০টি আসনে। বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা ৩টি আসনে এগিয়ে রয়েছে।
কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে বিশেষ সতর্কতা জারি রয়েছে শহর কলকাতায়। তাই কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সমর্থকদের ভিড় জমতে শুরু করলেও কালীঘাট রোডের সামনেই আটকে দেওয়া হয় সকলকে। সেখানেই ঢাকঢোল বাজিয়ে উৎসবে শামিল হন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। সমস্বরে 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায়' ধ্বনি শোনা যায়।
তবে মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
টুইটারে অখিলেশ যাদব লিখেছেন, 'বাংলার সচেতন নাগরিকেরা বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা'।
'একজন নারীকে বিজেপি যেভাবে 'দিদি ও দিদি' বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ' লেখেন অখিলেশ।
আনন্দ করলেই মামলা
বিপরীতে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া খবরে বলা হয়েছে, ভারতের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যগুলোর মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছে, পূর্বাভাসের ভিত্তিতে যারা জয় উদযাপন করবে, তাদের বিরুদ্ধে যেন মামলা করা হয়
সেই সঙ্গে যেসব এলাকায় এরকম ঘটনা ঘটবে, সংশ্লিষ্ট থানার ওসিকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সহ ভারতের আরও চারটি রাজ্যের নির্বাচনের ভোট গণনা চলছে। ফলাফলে যারা এগিয়ে রয়েছে, অনেক স্থানে তাদের আনন্দ উদযাপনের খবর পাওয়া যাচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সম্প্রতি ভোট গণনার দিনে বিজয় উদযাপন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশ
সূত্র-আনন্দবাজার পত্রিকা ও বিবিসি বাংলা