দ্বিতীয়বারের মতো অভিশংসিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র কংগ্রসের প্রতিনিধি পরিষদে ফের অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ভোট দিলেন রিপাবলিকান নেতারাও। যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দু'বার অভিশংসিত হলেন।
বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৩২-১৯৭ ভোটে পাস হয়।
৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে যে হামলার ঘটনা ঘটে তাতে উসকানি দেয়ার অভিযোগে অভিশংসনের প্রস্তাব আনা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ডেমোক্র্যাটদের আনা অভিশংসনের প্রস্তাবে ভোট দিয়েছেন ১০ জন রিপাবলিকান নেতা ।
ক্যাপিটলের সহিংসতার সে ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ;৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।
২০ জানুয়ারি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিজয়ী জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে ট্রাম্পের। ফলে ট্রাম্পকে এখনই হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছেনা।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া অভিশংসনের প্রস্তাব যাবে এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের শুনানিতে। সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলে তবেই ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন।
অভিশংসন প্রস্তাব পাস
রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেলের কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের ট্রায়াল শুরু হবে।
এক বিবৃতিতে মিচ ম্যাককনেল বলেন: "সব নিয়ম, প্রক্রিয়া এবং সিনেট যেখানে প্রেসিডেন্টের বিচার অনুষ্ঠিত হবে তার নজির অনুযায়ী, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন শপথ নেয়ার আগে একটি নিরপেক্ষ বা গুরুতর বিচার কোনভাবেই অনুষ্ঠিত করা সম্ভব হবে না।"
ভিতরে এবং বাইরে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্যবেষ্টিত হয়ে ক্যাপিটল ভবনে শুরু হয় প্রতিনিধি পরিষদের অধিবেশন; ৬ই জানুয়ারির দাঙ্গার দিনে এখানেই প্রতিনিধি পরিষদের সদস্যরা দাঙ্গাকারীদের হামলা থেকে নিজেদের রক্ষা করতে চেয়ারের নিচে লুকিয়ে ছিলেন!
"মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই বিদ্রোহকে উস্কে দিয়েছিলেন, আমাদের দেশের বিরুদ্ধে এটি সশস্ত্র বিদ্রোহ", ভোটাভুটির পূর্বে প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেন।
"তাকে (ট্রাম্প) যেতে হবে। তিনি আমাদের প্রিয় জাতির জন্য স্পষ্ট ও জাজ্বল্যমান এক হুমকি।"
বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্ক অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগে বলা হয়েছে যে, ৬ই জানুয়ারি হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প তার ভাষণের মাধ্যমে ক্যাপিটলে হামলার ঘটনায় উসকানি দিয়েছেন।
বারবার তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ আনতে থাকেন।
তিনি তার সমর্থকদেরকে "শান্তিপূর্ণভাবে এবং দেশপ্রেমের সাথে" নিজেদের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে যে নির্বাচন তার ভাষায় "কারচুপির শিকার হয়েছে" তার বিরুদ্ধে "ভয়ংকর লড়াইয়ের"ও আহ্বান জানিয়েছিলেন। তার এমন বক্তব্যের জেরেই তার সমর্থকরা ক্যাপিটলে জোর করে ঢুকে পড়ে সহিংসতার সৃষ্টি করে।
অভিশংসনের বিবৃতিতে বলা হয়েছে যে, প্রেসিডেন্টে ট্রাম্প "বারবার মিথ্যা বক্তব্য দিয়ে এটা প্রতীয়মান করার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে এবং তা গ্রহণযোগ্য নয়"।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প জনগণকে এমনভাবে উৎসাহিত করেন যার কারণে ক্যাপিটলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা সহিংসতা এবং প্রাণহানিতে রূপ নেয়।
এরপর ন্যান্সি পেলোসি সিনেটে পাঠানোর জন্য অভিশংসন প্রস্তাবে স্বাক্ষর করেন।
যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে ট্রাম্পের আগে অভিশংসিত দুই রাষ্ট্রপতি; অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন- এদের কেউই মেয়াদ পূরণের আগে ক্ষমতা ছাড়তে বাধ্য হননি।
মার্কিন সংবিধান অনুসারে; ঘুষগ্রহণ, দেশদ্রোহ বা অন্যান্য বড় ধরনের অপরাধ বা অনৈতিক কাজে জড়িত থাকলে রাষ্ট্রপতি বা অন্য কোনো পদস্থ কর্মকর্তাকে অভিসংশিত করা যাবে।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের 'অযোগ্য' ঘোষণা করে ট্রাম্পের হাত থেকে ক্ষমতা নিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানায় কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যরা।
এজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট পেন্সকে।
২৫তম সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট যদি শারীরিক বা মানসিক অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব চালিয়ে যেতে 'অপারগ' হন, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার আগেই ভাইস-প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে পারেন।
কিন্তু সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করবেন না বলে স্পিকার ন্যান্সি পেলোসিকে জানান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
'আমি বিশ্বাস করি না এই জাতীয় পদক্ষেপ আমাদের জাতি বা সংবিধানের জন্য মঙ্গলজনক কিছু,' বলেন পেন্স। ফলে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব আনার পথে হাঁটেন ডেমোক্র্যাট নেতা
এর আগে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে সিনেটে শুনানির পর অভিশংসন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।