নতুন বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন
বিদেশি বিনিয়োগের নতুন প্রবাহ আকর্ষণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন। গত রোববার (২৪ জানুয়ারি) জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে উঠে আসে, গেল বছর ২০২০ সালের বৈশ্বিক বিনিয়োগ চিত্র। ওই সূত্রে জানা যায়, আলোচ্য বছরে যুক্তরাষ্ট্রে বিদেশি সংস্থার বিনিয়োগ প্রায় অর্ধেক কমে যায়, ফলে পুঁজিপ্রাপ্তিতে বিশ্বসেরার অবস্থান হারায় দেশটি।
তার বিপরীতে চীনা সংস্থাগুলোয় নয়া বিনিয়োগ ৪ শতাংশ বাড়ে বলে উল্লেখ করে জাতিসংঘের তথ্য। ফলে এশিয়ার অর্থনৈতিক পরাশক্তিটি বিশ্বে এক নম্বর স্থান দখল করে।
এই সেরার র্যাংকিং বিশ্ব অর্থনীতির মঞ্চে চীনের ক্রমে বেড়ে চলা প্রভাবকেও প্রতিফলিত করে।
জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার (আঙ্কটাড) প্রতিবেদন জানায়, গেল বছর (২০২০ সালে) চীনে ১৬ হাজার ৩শ কোটি মার্কিন ডলারের বিদেশি নয়া পুঁজি আসে। সেই তুলনায় যুক্তরাষ্ট্র পায় ১৩ হাজার ৪শ' কোটি ডলার।
অথচ, ২০১৯ সালে ২৫ হাজার ১শ' কোটি ডলারের সরাসরি নয়া বিনিয়োগ পায় যুক্তরাষ্ট্র। বিপরীতে চীন পায় ১৪ হাজার কোটি ডলার।
তবে নতুন বিনিয়োগে অবস্থান হারালেও, মোট বিদেশি পুঁজি আকর্ষণে এখনও যুক্তরাষ্ট্র নিজের আসন ধরে রেখেছে। যা কয়েক দশক ধরে ধরে বহিঃবিশ্বের বিনিয়োগ আকৃষ্ট করার দিক থেকে দেশটির শীর্ষস্থানে থাকার প্রতিফলন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন বিনিয়োগ পাওয়ার সফলতা যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্ব অর্থনীতি চীনের নিয়ন্ত্রণে যাওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে।
চীন ও যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্য যুদ্ধে জড়িত। তবে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর অর্থনীতি হয়ে উঠবে চীন, এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা- সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।
- সূত্র: বিবিসি