নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেল ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডু ওয়েই'কে মৃত অবস্থায় তার বাসভবনে পাওয়া গেছে। ইসরাইলের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গতকাল রোববার এ ব্যাপারে মার্কিন বার্তা সংস্থা সিএনএন'কে নিশ্চিত করেন।
৫৭ বছর বয়সী রাষ্ট্রদূতের মৃত্যুকে এখনই সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে না।
ইসরাইলি মুখপাত্র জানান, নিয়মিত তদন্তের অংশ হিসেবে উত্তর তেল আবিবের হার্জেলিয়ায় অবস্থিত ডু ওয়েইয়ের আনুষ্ঠানিক বাসভবনকে ইসরাইলি পুলিশ ঘিরে রেখেছে।
মাত্র এক সপ্তাহের কম সময় আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র জেরুজালেম সফরের পরই এই মৃত্যুর ঘটনা ঘটলো। ইসরাইলে গিয়ে পম্পেও করোনামহামারি নিয়ে চীনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। এসময় তিনি, চীনা কোম্পানির সঙ্গে বৃহৎ অবকাঠামো এবং যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বন্ধ করতেও ইসরাইলি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এদিকে ডু ওয়েইয়ের মৃত্যুর বিষয়ে চীন এখনও মুখ খোলেনি। ইসরাইলে অবস্থিত চীন দূতাবাস বা বেজিংয়ে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও দেয়নি।
মৃত রাষ্ট্রদূত ডু ওয়েই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসরাইলে চীনের রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্বপালন শুরু করেন বলে নিশ্চিত হওয়া গেছে দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট সূত্রে। ওই সময় করোনার মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছিল।
মার্চের মাঝামাঝি ইসরাইলে পত্রিকা জেরুজালেম পোস্টে লেখা এক কলামে ডু ওয়েই লিখেছিলেন, চীন থেকে ইসরাইলে প্রবেশের পর তিনি স্বেচ্ছায় দুই সপ্তাহের 'সেলফ কোয়ারেন্টিন' পালন করেন।
ব্যক্তিগত জীবনে ডু ছিলেন বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।