নেপালে গণপদত্যাগের হুমকি পাইলটদের
আরেকটি সংকটে পড়তে যাচ্ছে নেপাল এয়ারলাইন্স করপোরেশন।
দাবি মানা না হলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ২৫ জন স্থায়ী পাইলট।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, নেপাল এয়ারলাইন্সের নির্বাহী চেয়ারম্যানকে পাঠানো এক নোটিশে পাইলটরা বলেন, তাদের সঙ্গে বিদেশি পাইলটদের পারিশ্রমিকে বিস্তর ফারাক।
তাদের অভিযোগ, বিদেশি পাইলটদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং তাদের পক্ষ থেকে কর দেয় নেপাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
নেপালের পাইলটদের অভিযোগ, নেপাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্প্রতি কোনো নোটিশ ছাড়াই তাদের মাসিক বেতন থেকে 'নির্দিষ্ট পরিমাণ' কেটে নিয়েছে। একই সঙ্গে প্রযোজ্য করও বহাল রেখেছে।
ওই পাইলটদের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, "কর্তৃপক্ষ বিষয়টি জানে যে, নেপাল এয়ালাইন্স তার (দেশীয়) পাইলটদের যে পারিশ্রমিক দেয়, তা অভ্যন্তরীণ বেসরকারিভাবে চলাচলকারী বা আন্তর্জাতিক যেকোনো এয়ারলাইন্সের পাইলটদের বেতনের চেয়ে খুবই কম।
"বর্তমানে ক্রুদের কোনো নোটিশ না দিয়েই 'স্টাফ অ্যাডভান্স'-এর নাম করে আরও একটি অংশ কেটে নেওয়া হচ্ছে। যদিও আমরা কোম্পানির কাছ থেকে কখনো কোনো ধরনের অগ্রিম অর্থ নিইনি।"
পাইলটরা এমন সময়ে হুমকি দিলেন যখন সংকটে থাকা এয়ারলাইন্সটি সবেমাত্র ঋণ পরিশোধ করা শুরু করেছে।
এমন বাস্তবতায় এই হুমকি এয়ারলাইন্সের কার্যক্রমকে ব্যাহত করতে পারে।
পাইলটদের নোটিশের মাত্র কয়েক দিন আগে পদত্যাগ করেন নেপাল এয়ারলাইন্সের নির্বাহী চেয়ারম্যান মদন খারেল।