পানশিরে তুমুল লড়াই
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির প্রদেশে তালেবান যোদ্ধা এবং তালেবানবিরোধী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দলের এক সূত্রের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
কাবুল দখলেও নিলেও এর উত্তরে অবস্থিত পাহাড়ঘেরা, দুর্গম এই উপত্যকাটিকে এখনও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে নি তালেবান। তাছাড়া তালেবানকে প্রতিহত করার দীর্ঘ ইতিহাস রয়েছে পানশিরের; নব্বইয়ের দশকেও তালেবান বাহিনীর বিরুদ্ধে পানশির উপত্যকা প্রতিরোধ গড়ে তুলেছিল।
বিগত প্রায় দুই সপ্তাহ ধরে তালেবান এবং ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের (এনআরএফ) মধ্যে বিক্ষিপ্ত লড়াই চলছে।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানরা পানশিরে আস্তে আস্তে শক্তি বাড়াতে শুরু করেছে; সোমবার তারা জানায়, উপত্যকার তিনটি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।
এনআরএফ সূত্রমতে, তালেবান এবং এনআরএফের মধ্যে রাতভর তীব্র সংঘর্ষ চলেছে।
"এখানে প্রবেশের জন্য তালেবানরা তাদের সর্বশেষ শক্তিটুকু প্রয়োগ করতে চাইছে, কিন্তু সংঘর্ষ থেমে নেই"।
এর আগে বৃহস্পতিবার, এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি এক অডিও বার্তায় বলেছিলেন যে, তালেবানরা পানশিরে প্রবেশের প্রচেষ্টায় তাদের বাহিনীর ৪০ সেনা হারিয়েছে।
একই দিনে দলের আরেকজন মুখপাত্র আলী নাজারী বলেন, তালেবানরা বেশ কিছু ভারী যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্রও হারিয়েছে যা পরে ধ্বংস করা হয়েছে।
তবে ঠিক কতজন তালেবান হতাহত হয়েছেন তা সিএনএন নিশ্চিত করতে পারে নি।
পৃথক পৃথকভাবে, একটি তালেবান সূত্র সংঘর্ষ এবং সংঘর্ষ-পরবর্তী অবস্থার কিছু ভিডিও ক্লিপ সরবরাহ করেছে। তবে সেগুলো ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে সে বিষয়েও সিএনএনের পক্ষ হতে নিশ্চিত হওয়া যায় নি।
গত বুধবার একজন তালেবান নেতা পানশিরবাসীদের সাধারণ ক্ষমা গ্রহণ এবং যুদ্ধ এড়াতে আহ্বান জানিয়েছিলেন; তবে তিনি এও স্বীকার করেছিলেন যে, এখন পর্যন্ত মধ্যস্থতার কোন ফল পাওয়া যায়নি। কিন্তু পানশিরে নতুন করে চলা সংঘর্ষ এবং হতাহতের ব্যাপারে তিনি কিছু বলেন নি।
পানশির উপত্যকা আফগান গেরিলা যুদ্ধের কেন্দ্রস্থল; সেখানে তালেবানবিরোধী কয়েক হাজার যোদ্ধার একটি দল অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
এ উপত্যকায় বর্তমানে তালেবানবিরোধী বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমদ মাসউদ। তার বাবা ১৯৮০ এবং ৯০'র দশকে সোভিয়েত এবং তালেবানদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসউদ বলেন, "তালেবান বদলায়নি, এবং তারা এখনও সারা দেশে আধিপত্য বিস্তার করছে। আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর উপর একটি রাজনৈতিক শক্তির আনা আধিপত্য, অসহিষ্ণুতা এবং নিপীড়নকে প্রতিরোধ করছি; এই জনগোষ্ঠীও তাদের সমর্থন করে না"।
মাসউদ আরও জানান, তিনি এবং এনআরএফ এখনও তালেবানদের সাথে আলোচনার চেষ্টা করছেন- কিন্তু এখন পর্যন্ত, সেই সংলাপের কোন কাঠামো গড়ে ওঠেনি। পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশের রাজধানী চারিকা শহরে আলোচনাগুলো সম্পন্ন হচ্ছে।
একজন প্রখ্যাত প্রুশিয়ান সামরিক জেনারেলের উদ্ধৃতি দিয়ে মাসউদ বলেন, "আলোচনারও কিছুটা সীমাবদ্ধতা থাকে। যুদ্ধ হচ্ছে রাজনীতির ধারাবাহিকতা; আমরা যদি আগ্রাসনের মুখোমুখি হই তাহলে আমরা আমাদের মাটি, মানুষ এবং মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করতে ও প্রতিরোধ শুরু করতে বাধ্য হবোই"।
- সূত্র- সিএনএন