পুলিশকে ইট ছুড়লে তাকে কি ডেকে চা খাওয়াবে; প্রশ্ন বিজেপি নেতার
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লিতে লাগাতার সংঘর্ষ নিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, "পুলিশকে লক্ষ্য করে যারা পাথর ছুড়ছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল?"
রাজ্য বিজেপি প্রধানের এমন বক্তব্যে সমালোচনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।
তিন দিনের চলমান সংঘর্ষে দিল্লিতে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর এসেছে। আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। দিল্লির পরিস্থিতি শান্ত করতে যখন আহ্বান জানাচ্ছেন দেশটি সব রাজনৈতিক দলের নেতারা তখন পালটা উস্কানি দিলেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, "যারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? এদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা উচিত পুলিশের।"
তার দাবি, জামিয়ায় যারা ইট ছুড়েছিল তারাই ইট ছুড়ছে জাফরাবাদে।