পোস্টে লাইকের সংখ্যা লুকিয়ে রাখা যাবে ফেসবুক, ইনস্টাগ্রামে
ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম গ্রাহকদের জন্য নতুন এক ফিচার নিয়ে এল। এখন থেকে যে কেউ চাইলে তার ইনস্টাগ্রামের পোস্টের লাইক সংখ্যা লুকিয়ে ফেলতে পারবে। শীঘ্রই এই ফিচার ফেসবুকেও ব্যবহার করা যাবে।
বুধবার এক ব্লগ পোস্টে একথা জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। কোনও একটি নির্দিষ্ট পোস্টে কতজন লাইক করেছেন, এবার থেকে তা চাইলে প্রকাশ না করেই রাখা যাবে।
বেশ কয়েক বছর ধরেই এই ফিচারটি নিয়ে তারা ভাবছিলেন এবং আগামী কয়েক সপ্তাহের ভেতর ফেসবুকেও এ সুবিধা চালু হবে জানায় ইনস্টাগ্রাম।
গণমাধ্যমের সাথে কথোপকথনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে বলা যায় যে অ্যাপ্লিকেশনটির নিয়ন্ত্রণ এবার গ্রাহকদের হাতেই তুলে দেয়া হচ্ছে। ফিচারটির পরীক্ষামূলক প্রয়োগের সময় দেখা গেছে, এটি ব্যবহারকারীদের মানসিক সুস্থতার ওপর কোন প্রভাব ফেলে নি। বরং তাদের এ বিষয়ে দু'ধরনের মতামত তুলে ধরেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয়তার তথাকথিত মাপকাঠি 'লাইক' দেখতে ইনস্টাগ্রামে হৃদয় আকৃতির এবং ফেসবুকে বুড়ো আঙুলের মত।
ইনস্টাগ্রাম সম্প্রতি বৈশ্বিক ব্যবহারকারীদের একটি অংশকে নিজেদের 'লাইক' দেখানো ও লুকিয়ে রাখার বিকল্পের ব্যবস্থা করে। কিছু গ্রাহক এতে উপকৃত বোধ করে, আবার অনেকেই পোস্টের এলগরিদম তথা ভিউ, সাংখ্যিক মান, অনুসারীদের কাছে পৌঁছানোর সংখ্যা ইত্যাদির নিয়ন্ত্রণ হারিয়ে বিরক্ত হয়।
লাইকের ভিত্তিতে মূলত বর্তমানে কোন বিষয়টি 'ট্রেন্ডিং' হিসেবে নেট দুনিয়া মাতাচ্ছে তাও বোঝা যায়, তবে এবার থেকে সেটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার বিকল্প দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের।
অ্যাডাম মোসেরি জানান, তিনি এখনই ব্যবহারকারীদের মাঝে এ ফিচারকে ঘিরে রাতারাতি পরিবর্তন দেখবেন বলে আশা করছেন না। বরং বিরাট-সংখ্যক অনুসারী (ফলোয়ার) রয়েছে, এমন অনেক কন্টেন্ট নির্মাতাই তাদের এ পদক্ষেপের বিরোধিতা করেছে।
এদিকে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের আলাদা একটি সংস্করণ তৈরি করার ঘোষণা দিয়ে সম্প্রতি তোপের মুখে পড়ে ফেসবুক। এ উদ্যোগকে বাতিল করার আহ্বান জানিয়ে ফেসবুককে চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যের নীতিনির্ধারকেরা।
- সূত্র-রয়টার্স