ফেসবুক বন্ধ থাকায় ছয় ঘণ্টায় টেলিগ্রামে ৭ কোটি নতুন ব্যবহারকারী!
বিশ্বব্যাপী ছয় ঘণ্টার জন্য ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় সাত কোটি নতুন ব্যবহারকারী পায় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম।
ফেসবুক বন্ধ থাকায় হঠাৎ করে টেলিগ্রামের ব্যবহার বেড়ে যায় বলে জানিয়েছেন অ্যাপটির প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী পাভেল দুরভ। নতুন নিবন্ধন ও ব্যবহারে টেলিগ্রাম রেকর্ড গড়ে বলেও জানান তিনি।
সোমবার রাতে ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করেই বিপাকে পড়েন এর প্রায় সাড়ে তিন বিলিয়ন ব্যবহারকারী। একইসঙ্গে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামও অচল হয়ে পড়ে।
ফলে, ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের জন্য বিকল্প অ্যাপ ব্যবহার করতে শুরু করেন।
টেলিগ্রাম ছাড়াও অন্যান্য ম্যাসেজিং অ্যাপে হুমড়ি খেয়ে পড়েন নতুন ব্যবহারকারীরা।
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভ বলেন, "অপ্রত্যাশিতভাবে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার পরেও আমাদের দল তা যেভাবে সামাল দিতে পেরেছে, তা নিয়ে আমি গর্বিত। বিপুল সংখ্যক ব্যবহারকারী বেড়ে যাওয়ার পরেও টেলিগ্রাম নির্বিঘ্নে সেবা দিয়ে যেতে পেরেছে।"
"তবে, আমেরিকার কিছু ব্যবহারকারী হয়তো স্বাভাবিক সময়ের তুলনায় টেলিগ্রামে ধীরগতির অভিজ্ঞতা পেয়েছেন। হঠাৎ করে এসব অঞ্চল থেকে বিপুল সংখ্যক ব্যবহারকারী একসঙ্গে সাইন আপ করায় এমন হয়েছে," বলেন তিনি।
চলতি বছরের শুরুতে টেলিগ্রাম জানায় যে তাদের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে গিয়ে পৌঁছেছে।
এদিকে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অপর এক ম্যাসেজিং অ্যাপ সিগনাল ঘোষণা করেছে যে, ফেসবুক বন্ধ থাকায় তারাও 'কয়েক মিলিয়ন নতুন ব্যবহারকারী' পেয়েছে।
- সূত্র: দ্য ইনডিপেনডেন্ট ইউকে