বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান নাদিয়া হোসেনের
'দ্যা গ্রেট ব্রিটিশ বেক অফ' বিজয়ী নাদিয়া হোসেন সম্প্রতি একটি ভিডিও ক্যাম্পেইনে হাজির হয়েছেন। ভিডিওতে তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে জোর অনুরোধ জানিয়েছেন।
সাধারণ মানুষের মধ্য থেকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দ্বিধা দূর করতে এনএইচএস এর এই উদ্যোগে নাদিয়া হোসেনের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন নেটফ্লিক্স সিরিজ শেফ'স টেবিল এর অভিনেত্রী আসমা খান এবং মাস্টারশেফ এর ডা. সালিহা মাহমুদ।
ভিডিওবার্তায় নাদিয়া বলেন, "আমাদের শিক্ষায় ক্ষমতায়ন হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আমরা সঠিক শিক্ষা নিলে তা আমাদের পরিবার-পরিজন ও প্রিয় মানুষদেরকেও ভ্যাকসিন নিতে উৎসাহিত করবে।"
জাতিসংঘের গৃহীত ইন্টারন্যাশনাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জনপ্রিয় কুকিং-শো ত্রয়ী তাদের বার্তা জানিয়েছেন বিশ্ববাসীকে।
এনএইচএস'র প্রকাশিত তথ্যানুযায়ী ৭৬ হাজার ১০৬ জন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডে ভ্যাকসিনের প্রথম ডোজ পাবে।
গত মাসেও আদিল রায়, বেভারলি নাইট , রমেশ রাঙ্গানাথান এবং ডেনিজ লুইস একটি ভিডিওতে এসে সংখ্যালঘু গোষ্ঠীর সবাইকে আহ্বান জানিয়েছিলেন ভ্যাকসিন নিতে। তাদের সেই ভিডিও নিরবচ্ছিন্নভাবে আইটিভি, চ্যানেল ফোর, চ্যানেল ফাইভ এবং এসটিভিতে প্রচারিত হয়েছিল।
যুক্তরাজ্যে এখনো পর্যন্ত ২ কোটিরও বেশি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এদের প্রতি দশজনের মধ্যে নয়জনই ৬৫ বছর কিংবা তার বেশি বয়সী। কিন্তু এনএইচএস চাইছে কৃষ্ণাঙ্গ,এশিয় এবং সংখ্যালঘু বা আদিবাসী সম্প্রদায়ের মানুষও যেন ভ্যাকসিন নিতে আগ্রহী হয়।
এনএইচএস'র চিকিৎসক এবং ২০১৭ সালের মাস্টারশেফ বিজয়ী মাহমুদ আহমেদ বলেন, "আমাদের জন্য এটি একান্ত প্রয়োজনীয় যে আমরা এসব কমিউনিটির ভাষায় কথা বলতে শিখি। শুধু একজন এনএইচএস চিকিৎসক নয়, এই সম্প্রদায়ের একজন নারী এবং মা হিসেবেও আমি চাই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সর্বত্র ভ্যাকসিন নেওয়ার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে।"
লন্ডনের দার্জিলিং এক্সপ্রেস রেস্টুরেন্টের মালিক খান বলেন, "আমাদের গোষ্ঠীর সব মানুষই খাদ্যপ্রেমী। তাই যত দ্রুত আমরা ভ্যাকসিন নিয়ে সুস্থ-নিরাপদ হয়ে উঠতে পারব, তত দ্রুতই আমরা পরিবারের সাথে একত্রে বসে আগের মতই স্বাভাবিকভাবে খাবার উপভোগ করতে পারব।"
এনএইচএস ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তাদের প্রথম চারটি গ্রুপকে ভ্যাকসিন নেওয়ার প্রস্তাব দিয়েছে। এখন তারা বাকি গ্রুপগুলোকে নিয়ে কাজ করছে।
কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নাদিম জাহাওয়াই টেলিভিশনের সেরা শেফদের এই ভ্যাকসিন কর্মসূচিতে পাশে পেয়ে উচ্ছ্বসিত।
তিনি তারকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "সব কমিউনিটির মানুষের কাছে ভ্যাকসিন সেবা পৌঁছে দিতে সরকার এনএইচএস এর সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সরকার জনস্বাস্থ্য, দাতব্য সংস্থা ও ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে এই কাজের ধারা অব্যহত রাখবে।"
- সূত্র: দ্য গার্ডিয়ান