বাসভবনে হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের নিজ বাসভবনে অবস্থানকালে হামলার শিকার হয়ে মারা গেছেন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লঁদে জোসেফ প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান।
তিনি বলেন, আজ বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা প্রেসিডেন্টের বাসভবনে অনুপ্রবেশ করে হামলা চালায়। এতে ফার্স্ট লেডিও আহত হয়েছেন।
এই প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার ধারা অক্ষুণ্ণ রাখার সকল পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ক্লঁদে জোসেফ ।
পূর্বসূরী মাইকেল মার্টেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের দারিদ্র্যপীড়িত রাষ্ট্র হাইতির ক্ষমতায় ছিলেন ৫৩ বছরের জোভেনেল মইসি।
তবে প্রেসিডেন্ট থাকাকালে মইসির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে এবং তিনি বেশ কিছু বড় আকারের সহিংস সরকার বিরোধী বিক্ষোভের সম্মুখীন হন।
চলতি বছরের শুরুর দিকেও রাজধানীতে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে, এসময় আন্দোলনকারীরা তার পদত্যাগ দাবি করে।
হাইতির বিরোধী দলের মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই মইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তারপরও তিনি ক্ষমতা ছাড়েননি।