সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের রাজাপুরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বাড়ির বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি জানালার গ্লাস ভাংচুর করে হামলাকারীরা।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, "সন্ধ্যার পরে কয়েকজন জন যুবক প্রাচীরের বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাড়ির বাইরের অংশের তিনটি জানালার গ্লাস ভেঙে গেছে। পরে হামলাকারীরা চলে যান। বাড়ির বিশেষ ক্ষতি না হলেও আমরা মারাত্মক আতঙ্কে ছিলাম।"
এদিকে, ব্যারিস্টার শাহজাহান ওমর দাবি করেন, "উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে।"
আইনের আশ্রয় নেবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, "আমি আল্লাহর কাছে বিচার দিলাম।"
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।"
উল্লেখ্য, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম কেন্দ্রীয় বিএনপির বর্ষিয়ান নেতা হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে, গত ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আত্মগোপনে চলে যান তিনি।