বিক্রি না করলে ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ
নির্মাতা চীনা প্রতিষ্ঠান কর্তৃক ৪৫ দিনের মধ্যে বিক্রি না করলে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক ও উইচ্যাট।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে টিকটক বিক্রির একটা নির্দিষ্ট অর্থ যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য এতদিন ধরে ট্রাম্প বলে আসলেও নতুন এই আদেশে সে বিষয়ে উল্লেখ করেননি তিনি।
ওই আদেশে বলা হয়, বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের আওতাধীন যেকোনো বিষয়ে, যেকোনো লেনদেন ৪৫ দিন পর নিষিদ্ধ হবে।
এর আগে ট্রাম্প জানিয়ে দেন ১৫ সেপটেম্বরের মধ্যে কোনো চুক্তি না হলে টিকটক অ্যাপ তিনি নিষিদ্ধ করে দিবেন আমেরিকায়।
চীনের বাইটড্যান্স জনপ্রিয় এই অ্যাপের মালিক। চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে ট্রাম্প ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই বাইটড্যান্স আমেরিকার তাদের ব্যবসা বিক্রির করে দেওয়ার প্রবল চাপের মধ্যে রয়েছে।
ট্রাম্প প্রশাসন টিকটকসহ চীনা মালিকানাধীন অন্য কোম্পনিগুলোর বিরুদ্ধে, চীনা সরকারের কাছে তথ্য পাচারের অভিযোগ তুলেছে, যদিও বেইজিং ও টিকটক এ অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে মাইক্রোসফটের টিকটক কেনা বাবাদ প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে ফোনালাপে একটা বড় অঙ্ক দাবি করেছিলেন ট্রাম্প।
মাইক্রোসফটকে ট্রাম্প বলেছেন, "যুক্তরাষ্ট্র সরকারের বড় একটা হিস্যা পাওয়া উচিত, কারণ আমরাই এটা সম্ভব করে দিচ্ছি। এই ভাগ বিক্রয় থেকে আসবে, অন্য কেউ এই চিন্তাটা করবে না, কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত ন্যায্য দাবী।"
এ ঘটনায় মঙ্গলবার চীনা সরকার নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকা জানিয়েছিল, বেইজিং চীনা প্রযুক্তি কোম্পানিকে এভাবে চৌর্যবৃত্তির মাধ্যমে হাতিয়ে নেওয়া কিছুতেই মেনে নেবে না।
এমআইটি টেকনোলজি রিভিউয়ের প্রতিবেদক শার্লট জী ট্রাম্পের এ ধরনের ঘোষণাকে 'খুবই বিস্ময়কর' বলেছিলেন।
তিনি বলেন, "এটা মাফিয়ার মতো আচরণ, নিষিদ্ধ করার হুমকি দিয়ে দাম কমিয়ে দিয়ে, তারপর ভাগ হাতিয়ে নিয়ে বলা, আমরা এটা সম্ভব করে দিলাম।"