বিল ও মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন
অবশেষে আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদ সম্পন্ন হলো। আদালতের নথি অনুযায়ী, সোমবার তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করা হয়েছে।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য শেষে গত ৩ মে তারা বিচ্ছেদের আবেদন করেন। তবে বিচ্ছেদের পরেও গেটস ফাউন্ডেশনসহ অন্যান্য দাতব্য কাজ একত্রেই চালিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিল গেটস এবং মেলিন্ডা। সে সময় বিল ও মেলিন্ডা আরও জানিয়েছিলেন যে, তাদের সম্পদের বণ্টন কীভাবে হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছেন তারা।
তবে সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের সোমবারের আদেশে এ চুক্তি সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সম্পদের বণ্টন, আর্থিক হিসাব কিংবা অপরপক্ষের প্রতি দায়িত্ব পালন বিষয়েও আদালত কিছু জানাননি। আদালত শুধু বলেন, এই জুটিকে বিচ্ছেদের শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করে যেতে হবে।
আরও পড়ুন- ২.৪২ লাখ একর কৃষিজমির মালিক গেটস দম্পতি
প্রতিষ্ঠার পর থেকে গত দুই দশকে সারা বিশ্বে ৫৫ বিলিয়ন ডলারেরও বেশি সাহায্য প্রদান করেছে গেটস ফাউন্ডেশন। এসব অর্থের অধিকাংশই এসেছে গেটসদের ব্যক্তিগত সম্পদ থেকে। তবে বিল ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণা আসার পর থেকেই ফাউন্ডেশনের সুনাম ঝুঁকির মুখে পড়ে গেছে।
ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, বৈশ্বিক স্বাস্থ্য, দারিদ্র প্রশমন এবং অতি সম্প্রতি বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচিসহ অসংখ্য উদ্যোগ নিয়ে কাজ করেছে তারা।
- সূত্র-রয়টার্স