বিশ্বজুড়ে হঠাৎ বিভ্রাটে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার
শুক্রবার রাতে হঠাৎ করে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠানো বা ফোন করতে গিয়ে ভোগান্তির সম্মুখীন হন।
জানা যায়, মার্ক জাকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রামে সার্ভারে বিভ্রাটের জন্য বিশ্বজুড়েই এই সমস্যার সৃষ্টি হয়। শুক্রবার ভারতসহ বিভিন্ন দেশে এ ঘটনায় 'হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ আউটেজ' লিখে টুইটারে ক্ষোভের কথা জানাতে শুরু করেন অসংখ্য ব্যবহারকারী।
তবে শুক্রবার রাত সাড়ে এগারোটার কিছুক্ষণ পর অ্যাপগুলির পরিষেবা ফের স্বাভাবিক হয়। পরে ফেসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, সমস্যা সমাধান করা হয়েছে।
সার্ভার বিভ্রাটের জন্য বিশেষায়িত ওয়েবসাইট 'ডাউনডিটেক্টর ডট কম' জানায়, বিশ্বজুড়ে প্রায় দশ লাখ ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন রাতে; ২০ হাজার লোকের হোয়াটসঅ্যাপ অচল হয়ে ছিল।
প্রসঙ্গত, এর আগেও একাধিক সময় একই ধরনের সমস্যার মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।