ব্রেক্সিট কার্যকর: ৪৭ বছর পর ইইউ ছাড়ল ব্রিটেন
অবশেষে কার্যকর হল ব্রেক্সিট, ৪৭ বছরের সম্পর্ক চুকিয়ে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ল যুক্তরাজ্য।
স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই ব্রেক্সিট। ২০১৬ সালের গণভোটের প্রায় সাড়ে তিন বছর পর কার্যকর হল ব্রেক্সিট।
এর মধ্যদিয়ে ৪৭ বছরের সব সম্পর্ক চুকিয়ে ইইউ থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। এই দিনটি ব্রিটেনের ‘নতুন যুগের উদয়’ বলে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
এসময় একদিকে যেমন উদযাপন অনুষ্ঠিত হয় তেমনি বিক্ষোভও করেছে ব্রেক্সিট বিরোধীরা। বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্কটল্যান্ডে মোমবাতি জ্বালিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে, স্কটল্যান্ড গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিয়েছিল। এদিকে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে পার্টি করেছে ব্রেক্সিটপন্থীরা।
ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিটের চূড়ান্ত সমঝোতার আগে তিনবার তারিখ নির্ধারণ করেও শেষ পর্যন্ত নানান কারণে পেছায়।
২৪ জানুয়ারি ব্রেক্সিট বিলে স্বাক্ষর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তারপর ২৯শে জানুয়ারি স্থানীয় সময় বিকেলে ইউরোপীয় পার্লামেন্টে ঐতিহাসিক ভোটে অনুমোদন পায় ব্রেক্সিট চুক্তি।
চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ইইউ-ব্রিটেন সম্পর্ক একই থাকবে। তবে এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ব্রিটেন।