ভারতে মুসলমানদের ওপর বৈষম্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
ভারতে মুসলমানদের ওপর বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
গুতেরেস বলেন, ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার ফলে ১৯ লাখ মানুষের রাষ্ট্রহীন হওয়ার শঙ্কায় তিনি উদ্বিগ্ন। এ লোকজনের বেশিরভাগই মুসলমান।
ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান বৈষম্যে শঙ্কিত কি না, এমন প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, “অবশ্যই।”
সাক্ষাৎকারে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন, যৌন হেনস্তা, সাত বছর বয়সী শিশুদের কারাবন্দি করা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও সাম্প্রতিক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয় জাতিসংঘ মহাসচিবকে।
জবাবে তিনি বলেন, জাতিসংঘের হাইকমিশনারের দু’টিসহ এসব প্রতিবেদন কাশ্মীরে ‘কী ঘটছে তা পরিষ্কার করতে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ প্রতিবেদনগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি।
কাশ্মীরে যেতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছে জানতে চাইলে সংস্থাটির মহাসচিব বলেন, “একমাত্র জাতিসংঘের নিয়ন্ত্রক অঙ্গ সংস্থাগুলো কিংবা নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিতে পারে। তবে প্রতিবেদনগুলো নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও খুবই গুরুত্বপূর্ণ।”
গুতেরেসের মতে, জাতিসংঘের বর্তমান কাঠামো ও ভেটো ক্ষমতা এর স্থায়ী পাঁচ সদস্যের হাতে, যা জাতিসংঘ গঠনের উদ্দেশ্য (সংঘাত নিরসন) ব্যাহত করছে।
তার মতে, জাতিসংঘের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হলে একে আরও গণতান্ত্রিক, উন্মুক্ত ও কার্যকর হতে হবে। একই সঙ্গে জাতিসংঘকে বহুপক্ষীয় বিশ্বের প্রতিনিধিত্বকারী হতে হবে।