মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা ১৩ করোনা রোগীর মৃত্যু
করোনা নয়, প্রাণ কেড়ে নিল আগুন। মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে আইসিইউতে থাকা ১৩ জন রোগীর। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরারের বিজয় বল্লভ হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে।অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার বা চিকিৎসা কর্মী ছিল না। হাসপাতালে মোট ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আইসিউতে ছিলেন ১৭জন। তাদের মধ্যে প্রাণ হারান ১৩ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি দমকলের গাড়ি পৌঁছায় ঘটনাস্থলে। পাশাপাশি করোনা রোগীদের সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ চলছে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী অবিনাশ পাটিল বলেন, 'হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিকল ছিল। ওয়াটার স্প্রিংকলার বা অগ্নি নির্বাপক সিলিন্ডার কাজ করছিল না। ঘটনার সময় কোনও চিকিৎসক ছিল না। শুধু দুই জন নার্স তখন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমি আইসিউতে আগুন লাগতে দেখি'।
মাকে হাসপাতালে ভর্তি করাতে এসে তিনি অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, মাত্র দু'দিন আগে অক্সিজেন ট্যাঙ্কের লিকেজ থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে মহারাষ্ট্রের শহর নাসিকের এক হাসপাতালে ২২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছিলেন।