মাখোঁ সংক্রমিত হওয়ায় সেলফ আইসোলেশনে যাচ্ছেন অন্য ইউরোপীয় নেতারাও
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানায় তার বাসভবন ও কার্যালয় এলিসি প্রাসাদ। সেই সূত্রে এবার তার সঙ্গে দেখা করা অন্যান্য ইউরোপীয় নেতারাও 'সেলফ আইসোলেশনে' থাকার প্রস্তুতি নিচ্ছেন।
৪২ বছরের মাখোঁ সাম্প্রতিক সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। যার মধ্যে প্রধানতম ছিল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন। সেখানে অন্যান্য কূটনীতিক এবং রাষ্ট্রনায়ক তার সংস্পর্শে এসেছিলেন।
তাই মাখোঁ পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই অন্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার কথা জানিয়েছেন ইউরোপের বেশকিছু রাষ্ট্রনেতা। তাদের মধ্যে আছেন স্পেনের প্রধানমন্ত্রীও।
গত মঙ্গলবার সংক্রমণ ধরা পড়ার পূর্বে মাখোঁ ফরাসী পার্লামেন্ট নেতাদের নিয়ে এক বৈঠক করেন। তার আগে সোমবার বৈঠক করেন বিকশিত অর্থনীতির আন্তঃসরকারি জোট ওইসিডি'র সদস্যদের সঙ্গেও।
আর গত সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে তার সঙ্গে ইউরোপের প্রায় সব রাষ্ট্রনেতার দেখা-সাক্ষাৎ হয়েছে।
সেলফ আইসোলেশনে যাদের যেতে হবে?
বিচ্ছিন্ন থাকার ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, ওইসিডি মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়ার সঙ্গেও গত সপ্তাহে মাখোঁ'র সাক্ষাৎ হয়েছে।
পরিবর্তীতে করা পরীক্ষায় সানচেজ অবশ্য কোভিড নেগেটিভ শনাক্ত হয়েছেন, তারপরও তিনি কোয়ারেন্টিনে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা নির্ধারিত সকল সফর বাতিল করেছেন। এবং আইসোলেশনে থেকে কোভিড পরীক্ষার ফল জানার জন্য অপেক্ষা করছেন। বুধবার তিনি প্যারিসে মাখোঁ'র সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন।
বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রো এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেল'ও বিচ্ছিন্ন থাকছেন।
কোভিড পরীক্ষার ফল আসার আগে অন্যদের সঙ্গে যোগাযোগ সীমিত রেখেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।
- সূত্র: বিবিসি