মুম্বাইয়ে ভবন ধসে হতাহত বহু মানুষ
ভারতের মুম্বাইয়ে ফের বহুতল ভবন ভেঙে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে, ভেতরে আটকে আছেন আরও অনেকে।
সোমবার ভোর ৪টা নাগাদ মুম্বইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভবনটি ভেঙে পড়ে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, "ভোর বেলা বাড়িটি ভেঙে পড়ার পর উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দমকল বাহিনী ও পুলিশও সেই কাজে সহায়তা করছে। ইতিমধ্যেই ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক অফিসার।"
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডিজি সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তার দল। প্রাথমিকভাবে স্থানীয়রা ২০-২৫ জনকে উদ্ধারও করা হয়।
এনডিআরএফের আরও দল ঘটনাস্থলে যাচ্ছে। তারইমধ্যে ধ্বংসস্তূপ থেকে এক শিশু উদ্ধার করেছেন এনডিআরএফের উদ্ধারকারীরা।
স্থানীয়রা বলছেন: ধ্বংসস্তূপ যত সরানো হবে, ততই মৃত্যুর খবর বাড়বে। কারণ ঘটনার সময়কাল ভোররাত হওয়া বাড়ির বাসিন্দারা ঘুমিয়েছিলেন।