মুসলিম প্রধান ১৩ দেশের নাগরিকদের ভিসা অনুমোদন স্থগিত করেছে আরব আমিরাত
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/11/27/a1-50.jpg)
ইরান, তুরস্ক, সিরিয়া এবং সোমালিয়া-সহ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক অঞ্চল কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনা নথি সূত্রে এব্যাপারে জানা গেছে।
বাণিজ্যিক অঞ্চলে সক্রিয় সকল কোম্পানির কাছে এমন নির্দেশমূলক নথি পাঠানো হয়। সেটি দেখেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকেই নির্দেশনাটি কার্যকর করা হয়েছে।
নথিতে জানানো হয়, 'পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেন-সহ এখানে উল্লেখিত দেশগুলোর নাগরিকদের নতুন চাকরির আবেদন গ্রহণ করা যাবে না এবং তাদের ভিসা আবেদনও স্থগিত করা হলো।'
আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান এবং তিউনিশিয়ার নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
উল্লেখিত দেশসমূহের কোনো নাগরিক বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। এব্যাপারে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/11/26/screenshot_1.png)
নিরাপত্তা নিয়ে উদ্বেগ:
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আফগান, পাকিস্তানী এবং অন্যান্য জাতীয়তার নাগরিকদের নিরাপত্তা হুমকি বিবেচনায় আপাতত নতুন ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে।
কী ধরনের নিরাপত্তা হুমকি- সে সম্পর্কে সূত্রটি জানায়নি। তবে এই নিষেধাজ্ঞা বেশিদিন স্থায়ী হবে না বলে দাবি করে।
ইতোপূর্বে, গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আরব আমিরাত পাকিস্তান –সহ আরও বেশকিছু দেশের নাগরিকদের নতুন ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।
কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে বলেই সেসময় জানিয়েছিল ইসলামাবাদ। তবে করোনাভাইরাস মহামারির কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়।
- সূত্র: আল জাজিরা