মেগান-হ্যারির নিরাপত্তায় ব্যয় করবে না যুক্তরাষ্ট্র
কানাডায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেখান থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে এসে বসবাস করছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মর্কেল। এমন সংবাদ প্রকাশের পর তাদের নিরাপত্তার ব্যয় যুক্তরাষ্ট্র সরকার বহন করবে না বলে এক টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সোমবারের টুইটে ট্রাম্প বলেন, 'তিনি রানী ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত, তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে।'
এপ্রসঙ্গে রাজদম্পত্তির এক মুখপাত্র জানান, মার্কিন সরকারের কাছে নিরাপত্তা চেয়ে গ্যারি ও মেগান আবেদন করেননি। নিরাপত্তার জন্য তারা নিজস্ব অর্থ ব্যয় করবেন। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের
এর আগে মেগান ও হ্যারি তাদের রাজপরিবারের আনুষ্ঠানিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। আগামী ৩১শে মার্চ তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন।
পদত্যাগের পর তাদের প্রতি ডিউক এবং ডাচেস অব স্যাসেক্স রাজকীয় পদবি ব্যবহার না করার অনুরোধ করেছে ব্রিটিশ রাজপরিবার। গতমাসে কানাডার সরকার ঘোষণা করে, তাদের 'পদমর্যাদা' পরিবর্তনের কারণে তারা নিরাপত্তা সহায়তা দেয়া বন্ধ করে দিচ্ছে।
এরপরই যুক্তরাষ্ট্রে চলে আসেন হ্যারি ও মেগান।
মেগান মর্কেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের বাসিন্দা। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে আপাতত সেখানেই তারা চলে এসেছেন। ব্রিটিশ এবং মার্কিন গণমাধ্যমের একাধিক সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়।