যুক্তরাজ্যে ৪২ কন্টেইনার প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
অবৈধভাবে ৪২টি কন্টেইনারে আমদানি হওয়া প্লাস্টিক বর্জ্য যুক্তরাজ্যে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
দেশটির পরিবেশমন্ত্রী ইয়েও বি ইন এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, মালয়েশিয়া এমন পদক্ষেপ নেবে যাতে দেশটি বিশ্বের আবর্জনার ভাগাড়ে পরিণত না হয়। মালয়েশিয়া এরই মধ্যে ভিনদেশ থেকে আসা ১৫০ কন্টেইনার বর্জ্য ফেরত পাঠিয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর তারা মালয়েশীয় সরকারের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে, যাতে আবর্জনা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে। কিছু কন্টেইনার এরই মধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে।
দেশটির পরিবেশ সংস্থার এক মুখপাত্র বলেন, "আবর্জনা দ্রুততার সঙ্গে ফেরত আনা নিশ্চিত করতে আমরা শিপিং লাইন ও মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, সরকার অবৈধভাবে আবর্জনা রপ্তানি বন্ধে সর্বোতভাবে কাজ করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বিদেশে প্লাস্টিক বর্জ্যের ব্যাপক আমদানি লক্ষ করা গেছে। আবর্জনার বৃহত্তম আমদানিকারক চীন ২০১৭ সালে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ার পর অনেক দেশের ময়লার গন্তব্য হয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দেশে সর্বমোট তিন হাজার ৭৩৭ টন অনাকাঙ্ক্ষিত বর্জ্য ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ফ্রান্সে ৪৩, যুক্তরাজ্যে ৪২, যুক্তরাষ্ট্র ১৭ ও কানাডায় ১১ কন্টেইনার আবর্জনা ফেরত পাঠানো হয়েছে।