যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় স্মার্টফোন চিপ উৎপাদন বন্ধ করছে হুয়াওয়ে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সেপ্টেম্বর থেকে অত্যাধুনিক স্মার্টফোন চিপ উৎপাদন বন্ধ করতে যাচ্ছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।
বেইজিং ও ওয়াশিংটনের ভূরাজনৈতিক বিরোধের কেন্দ্রীয় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সর্ববৃহৎ টেলিকম নেটওয়ার্কিং সরঞ্জামাদি উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ু চেংদং গত ৭ আগস্ট একটি টেক শিল্প ফোরামকে জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আগামী ১৫ সেপ্টেম্বর হতে প্রতিষ্ঠানটির কিরিন ৯০০০ চিপসেটের উৎপাদন বন্ধ হয়ে যাবে।
গত বছর গুগল মিউজিক ও যুক্তরাষ্ট্রের অন্যান্য স্মার্টফোন সেবার ক্ষেত্রে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের সরঞ্জামাদি উৎপাদনের ক্ষেত্রে মার্কিন প্রযুক্তি ব্যবহারে বিশ্বজুড়ে বিক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা এটি আরও জোরদার হয়। সম্ভাব্য প্রতিক্রিয়া এড়াতে এবছরের মে থেকে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে কিরিন ৯০০০ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কো (টিএসএমসি) হুয়াওয়ের অর্ডার নেওয়া বন্ধ করে দেয়।
স্মার্টফোনে ব্যবহৃত এই সর্বাধুনিক চিপ উৎপাদনের নিজস্ব ক্ষমতা নেই হুয়াওয়ের। ইয়ু চেংদং বলেন, 'চিপ সরবরাহ বন্ধ থাকায় গতবছরের তুলনায় ২৪০ মিলিয়ন ইউনিট কম সরবরাহ হবে এবছর। অনেক বড় ক্ষতি বয়ে আনবে এটি।'
৫ জি টেলিকমে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে থাকা এই কোম্পানিটির বিচ্ছিন্নকরণের জন্য কূটনৈতিক প্রচারণাও চালিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের চাপে ২০২৭ সালের মধ্যে নিজেদের ৫ জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-কে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।
অস্ট্রেলিয়া ও জাপানও নিজেদের ৫জি নেটওয়ার্কে চীনা কোম্পানির অংশগ্রহণ সীমাবদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। তবে নরওয়ে'স টেলিনর ও সুইডেন'স টেলিয়ার মতো ইউরোপীয় টেলিকম অপারেটর সরবরাহকারী হিসেবে হুয়াওয়ে-কে অনুমোদন দিয়েছে।