হাসপাতালের ভেন্টিলেটরে আগুন, রাশিয়ায় নিহত পাঁচ করোনা রোগী
রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার একটি হাসপাতালে অগ্নিদুর্ঘটনায় পাঁচ রোগী মারা গেছেন। আগুন থেকে বাঁচাতে সেখান থেকে আরও দেড়'শ জনকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মঙ্গলবার সেইন্ট পিটার্সবার্গ শহরের সেইন্ট জর্জ হাসপাতালের ষষ্ঠ তলায় অবস্থিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রথম আগুন ছড়িয়ে পড়ে। এতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র- ভেন্টিলেটরের সঙ্গে যুক্ত পাঁচ রোগীর মৃত্যু হয়।
হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বরাতে বার্তা সংস্থা ইতার তাস এ কথা জানিয়েছে।
দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের একটি ভেন্টিলেটর যন্ত্রে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে শর্ট সার্কিট তৈরি হলে আগুনের সূত্রপাত হয়।
রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী শীর্ষ এক কমিটি এই ঘটনার পেছনে কোনো অপরাধী জড়িত কি না তা তদন্ত করে দেখবে।
তবে এবারই প্রথম নয়, বিগত কয়েকদিনের মধ্যে দেশটিতে করোনা রোগী ভর্তি হাসপাতালে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শনিবার মস্কোর একটি করোনা হাসপাতালে আগুন লাগলে একজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রেক্ষিতে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় রুশ কর্তৃপক্ষ।
এদিকে গত সোমবার পর্যন্ত রুশ সরকার আরও ১১ হাজার ৬৫৬ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা উন্নীত হয় দুই লাখ ২১ হাজার ৩৪৪ জনে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত সংখ্যার দিক থেকে এখন বিশ্বের মাঝে রাশিয়ার অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও স্পেন। পুরো রাশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে রাজধানী মস্কোতে। এখন পর্যন্ত সেখানে এক লাখ ১৫ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন।