সেরামকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন ফিরিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা!
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে দক্ষিণ আফ্রিকায় টিকাদান কর্মসূচি স্থগিতের পর, আগে থেকেই দেশটিতে পাঠানো ১০ লাখ ডোজ ভ্যাকসিন ফিরিয়ে নিতে ভারতের সেরাম ইনস্টিটিউটকে বলেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় ১০ লাখ ডোজ ভ্যাকসিনের এই চালানটি পাঠায় বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৫ লাখ ডোজ ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে সেখানে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে সেরামের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো সাড়া দেননি।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ছোট পরিসরের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি দেশটিতে বর্তমানে ছড়িয়ে পড়া 501Y.V2 করোনাভাইরাস ভ্যারিয়েন্টের কারণে মৃদু ও মাঝারি মাত্রার অসুস্থতার ক্ষেত্রে খুব অল্প সুরক্ষা দিচ্ছে।
তিনি জানান, সারাদেশে টিকাদান কর্মসূচি স্থগিত করার পর দেশটির সরকার অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন বিক্রি করে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য উইটওয়াটারস্র্যান্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ এক গবেষণার ফলাফলের তথ্য দিয়ে অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে তাদের ভ্যাকসিনটি সীমিত আকারে সুরক্ষা দিচ্ছে।
ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় এখনো টিকাদান কর্মসূচি শুরু হয়নি। দেশটি এখন চাচ্ছে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের মাধ্যমে 'ইমপ্লিমেন্টেশন স্টাডি' আকারে স্বাস্থ্য সেবাকর্মীদের দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করতে।
এর আগে গত সোমবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।